হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হংকংয়ের বিপক্ষে আজ খেলতে নামছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা

একই দিনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একাধিক ম্যাচ যে এবারই প্রথমবার হচ্ছে তা নয়। এর আগেও এমনটা হয়েছে অনেকবার। এবার শুধু ম্যাচের তারিখই নয়। মিলে গেছে সময়ও। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে, বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ।

হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত শোমদের মতো প্রবাসী খেলোয়াড়দের আগমনে বাংলাদেশের ফুটবলে গত কয়েক মাসে তৈরি হয়েছে গণজোয়ার। স্বাভাবিকভাবে বাংলাদেশ-হংকং ম্যাচের দিকে বেশি নজর থাকবে দর্শকদের। এমনকি সময়েরও একটা ব্যাপার আছে। নির্ধারিত ৯০ মিনিট, ১৫ মিনিটের বিরতি ও ইঞ্জুরি টাইম মিলিয়ে ২ ঘণ্টা বাংলাদেশ-হংকং ম্যাচ দেখার পরও মেহেদী হাসান মিরাজ-জাকের আলী অনিকদের ম্যাচ দেখার সুযোগ থাকছে। কারণ, বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে পুরো ১০০ ওভার হলে সেটা বাংলাদেশ সময় রাত ২টা বেজে যাবে। ফুটবলপ্রেমীরা বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখতে পারবেন না। কাই তাক স্পোর্টস পার্ক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচটি দেখা যাবে দেশের ওটিটি অ্যাপ বঙ্গতে। যদিও এ বছর শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত এবং ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ-সিঙ্গাপুর, বাংলাদেশ-হংকং ম্যাচ বাংলাদেশের খেলা সম্প্রচারকারী চ্যানেল টি-স্পোর্টস দেখিয়েছে। এমনকি বাংলাদেশ-ভুটান, বাংলাদেশ-নেপাল—এই দুটি প্রীতি ম্যাচও টি-স্পোর্টস সম্প্রচার করেছে।

বাংলাদেশ-হংকং আজকের ম্যাচ তাহলে টি-স্পোর্টস কেন সম্প্রচার করছে না? সম্প্রচারকারী প্রতিষ্ঠানটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একই সময়ে বাংলাদেশ-আফগানিস্তান তৃতীয় ওয়ানডে পড়ে গেছে। তারা এই ম্যাচটিই দেখাবে। দ্বিতীয়ত, বাংলাদেশ-হংকং ম্যাচ সম্প্রচার করতে গিয়ে কিছু জটিলতা তো থাকছেই। একই সঙ্গে তাঁদের কাছে মনে হয়েছে, ফুটবল ম্যাচটি টিভিতে দেখানো দুরূহ। আর্থিক, কারিগরিগত দু্ই ধরনের সমস্যাই রয়েছে। টি-স্পোর্টস তাই হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচ সম্প্রচার করছে না। এমনকি হংকংয়ে প্রতিষ্ঠানটির কোনো প্রতিনিধিও বাংলাদেশ-হংকং ম্যাচ কাভার করতে যাননি। ফুটবল ম্যাচটি দেখতে তাই বঙ্গ অ্যাপই ভরসা। ফেসবুকে বা ইউটিউবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন পেজ বা অ্যাকাউন্টে যদি দেখাও যায়, সেই লিঙ্কগুলো বৈধ হবে না।

এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩ ম্যাচ খেলে একটি ড্র করেছে। হেরেছে ২ ম্যাচ। হামজা-শমিতদের পয়েন্ট ১। তারা এখন চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭, ৫ ও ২ পয়েন্ট নিয়ে এক, দুই ও তিনে অবস্থান করছে হংকং, সিঙ্গাপুর ও ভারত।

সবশেষ আপডেট: বাংলাদেশ-হংকং ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে শেষ মুহূর্তে জানা গেল, বঙ্গর পাশাপাশি বিটিভিতেও দেখা যাবে খেলা। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল

সিঙ্গাপুর-হংকং-ভারত ম্যাচ থেকে ৪ কোটি টাকার বেশি আয় বাফুফের

প্রিমিয়ার লিগে গোলের ‘সেঞ্চুরিতে’ দ্রুততম হালান্ড

আতলেতিকোর বিপক্ষে বার্সার জয় ‘মৌসুমের সেরা ম্যাচগুলোর একটি’

হামজায় অনুপ্রাণিত হয়ে মারিয়ার এমন গোল