হোম > খেলা > ফুটবল

ভুলে যাওয়ার ইউরোতে পেলেকেও পাশে পেলেন এমবাপ্পে

ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।

এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’

ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে