হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনায় অভিষেকেই গোল করে জামালের উচ্ছ্বাস

আর্জেন্টিনার সোল দে মায়োর হয়ে জামাল ভূঁইয়ার অভিষেক হয়েছে মনে রাখার মতো। নিজে গোল পেয়েছেন, জিতেছে তাঁর দলও। স্মরণীয় অভিষেকের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক। 

এস্তাদিও সোল দে মায়োতে ‘টর্নিও ফেডারেল এ’ এর ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছে সোল দে মায়ো ও জার্মিনাল। ম্যাচের ৮১ মিনিটে পেনাল্টিতে গোল করেন জামাল। ২-১ গোলে ম্যাচ জিতেছে সোল দে মায়ো। বাংলাদেশ অধিনায়ক আজ সকাল ৯টা ২১ মিনিটে নিজের ফেসবুক পেজে গোলের ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশন দিয়েছেন, ‘আর্জেন্টিনায় নতুন দলের হয়ে অভিষেকে গোল পেয়ে ভীষণ খুশি’। ৩ ঘণ্টায় পোস্টে রিঅ্যাকশন পড়েছে ৪৪ হাজারেরও বেশি আর ১৪০০ এরও বেশি মন্তব্য হয়েছে। 

ক্লাব সোশ্যাল ওয়াই দেপোর্তিভো সোল দে মায়ো তাদের ফেসবুক পেজে ম্যাচ জয়ের ছবি পোস্ট করেছে। যার মধ্যে রয়েছে সতীর্থদের সঙ্গে জামালের উদযাপনের মুহূর্ত। ক্লাবটি বাংলাদেশ, আর্জেন্টিনা দুই দেশের জাতীয় পতাকার সঙ্গে ফুটবলের ইমোজি জুড়ে দিয়েছে। 

১৮ আগস্ট সোল দে মায়োর হয়ে চুক্তি করেছেন জামাল। ক্লাব প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতোর সঙ্গে একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফেসবুক লাইভে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ‘আমি জানি বাংলাদেশে অনেকে আমাকে অনুসরণ করে। আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই। আমি যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে। আমার অনেক অভিজ্ঞতা আছে। নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোল দে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারব বলে আশা করি।’

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি