হোম > খেলা > ফুটবল

প্রিমিয়ার লিগের দ্বিতীয় দ্রুততম গোলদাতা ডেনমার্কের মিডফিল্ডার

এমিরেটস স্টেডিয়ামে হয়তো তখনো দর্শকদের মাঠের ভেতরে প্রবেশ করা শেষ হয়নি। কিংবা যাঁরা ঢুকেছেন তাঁদের মধ্যে হয়তো কেউ কেউ ঠিকমতো নিজেদের আসনে বসতেই পারেননি। এরই মধ্যে গ্যালারি ভর্তি দর্শকেরা দেখলেন সতীর্থদের সঙ্গে গোল উৎসব করছেন ফিলিপ বিলিং। 

গতকাল আর্সেনালের মাঠে তেমনি এক স্মরণীয় মুহূর্তের জন্ম দিয়েছেন বিলিং। ম্যাচ শুরুর ৯.১১ সেকেন্ডে গোল করেছেন বোর্নমাউথের এই মিডফিল্ডার। এতে করে প্রিমিয়ার লিগের দ্রুততম গোলের তালিকায় দুইয়ে উঠে এসেছেন তিনি। এত দিন ৯.৮২ সেকেন্ডে গোল করে দুইয়ে ছিলেন লেডলি কিং। ২০০০-০১ মৌসুমে ব্র্যাডফোর্ডের বিপক্ষে গোল করেছিলেন টটেনহামের সাবেক ডিফেন্ডার। 

কিংয়ের রেকর্ড ছাড়িয়ে যেতে পারলেও শেন লংকে অতিক্রম করতে পারেননি বিলিং। প্রিমিয়ার লিগে ৭.৬৯ সেকেন্ডে গোল করে দ্রুততম গোলের মালিক লং। ২০১৮-১৯ মৌসুমে ওয়াটফোর্ডের বিপক্ষে অনন্য নজিরটি গড়েন সাউদাম্পটনের এই ফরোয়ার্ড। 

লিগে দ্বিতীয় দ্রুততম গোলের রেকর্ড গড়লেও ম্যাচ জিততে পারেননি বিলিং। তাঁর দল বোর্নমাউথ ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে আর্সেনালের কাছে। নির্ধারিত সময় শেষে যখন প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট ভাগাভাগির স্বপ্ন দেখছিল, সে সময় সব হিসাব উল্টে দেন সুপার সাব হিসেবে মাঠে নামা রেইস নেলসন। 

অতিরিক্ত সময়ের ৭ মিনিটে গোল করে অবিশ্বাস্য জয় এনে দেন নেলসন। দলকে রোমাঞ্চকর জয় এনে দেওয়া গোলে একটি রেকর্ডও গড়েছেন তিনি। বদলি হিসেবে মাঠে নেমে এই মৌসুমে সর্বোচ্চ ৫ গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। নিজে ৩ গোল করেছেন এবং বাকি ২টিতে সহায়তা করেছেন। লিগে বদলি নেমে তাঁর চেয়ে বেশি অবদান আর কোনো ফুটবলার রাখতে পারেননি। 

নেলসনের জয়সূচক গোলে স্বস্তির নিশ্বাস ফেলেছে আর্সেনালও। কেননা, মৌসুমের শেষ দিকে এসে পয়েন্ট খুইয়ে বসলে দীর্ঘ শিরোপাখরা ঘোচানোর সুযোগ এবারও হাতছাড়া হতে পারে। শেষ পর্যন্ত হারতে বসা ম্যাচে দুর্দান্ত জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট গানারদের। আর সমান ম্যাচে ৫৮ পয়েন্ট দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির।


লিগের অন্য ম্যাচে উলভসের গোলবারে ২১টি শট নিয়েও ১-০ ব্যবধানে হারতে হয়েছে টটেনহামকে। এর আগে ২০১৯ সালের জানুয়ারিতে সমান শট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে সমান ব্যবধানে হেরেছিল তারা।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর