হোম > খেলা > ফুটবল

এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন পিএসজি কোচ

গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।

বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’ 

এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’ 

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর