আগের ম্যাচে প্যারিসে লিওনেল মেসির ঝলকে হেরেছিল ম্যানচেস্টার সিটি। সেই হারের শোধ এবার ঘরের মাঠ ইতিহাদেই নিল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে গ্রুপে শীর্ষস্থানও নিশ্চিত করেছে সিটি। ৫ ম্যাচ শেষে সিটির পয়েন্ট যেখানে ১২, সেখানে দুই নম্বরে থাকা পিএসজির পয়েন্ট ৮। তবে দুই দলই এরই মধ্যে নকআউটে পৌঁছে গেছে।
ঘরের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল সিটি। পিএসজিও অবশ্য চেষ্টা করে আক্রমণে গিয়ে স্বাগতিকদের চাপে ফেলতে। প্রথমার্ধে যদিও গোল পায়নি কোনো দলই।
বিরতির পরই জমে ওঠে আসল লড়াই। দাপুটে খেলা সিটিকে স্তব্ধ করে প্যারিস জায়ান্টদের এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। ঘরের মাঠে সিটিকে যখন হার চোখ রাঙাচ্ছিল, তখনই ৬৩ মিনিটে ম্যাচে সমতা ফেরান রাহিম স্টার্লিং। আক্রমণের ধারায় ৭৬ মিনিটে ব্যবধান ২-১ করেন গ্যাব্রিয়েল জেসুস। এরপর আর কোনো দল গোল না পেলে প্রতিশোধের এক জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।
ম্যাচের পর দারুণ এই জয়ে উচ্ছ্বসিত সিটি বস পেপ গার্দিওলা বলেন, ‘ম্যাচটা দারুণ ছিল। ফাইনাল থার্ডে ওদের পায়ে বল গেলেই বিপদ হওয়ার ভয় ছিল। তবু আগের ম্যাচের মতোই আমরা ভালো খেলেছি।’
জয়ের পরও প্রথমার্ধে সুযোগ হাতছাড়া করা নিয়ে আক্ষেপ আছে গার্দিওলার, ‘দুর্ভাগ্যজনকভাবে প্রথমার্ধে তৈরি করা সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি। তাদের গোলের পর কিছু সময় আমরা ভুগেছি। তবে এরপর দারুণভাবে ফিরে এসেছি।’