হোম > খেলা > ফুটবল

রোনালদোর চেয়ে মেসিই ছিলেন সৌদি ক্লাবের প্রথম পছন্দ

আল-নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর চুক্তি বেশ সাড়া ফেলে দিয়েছিল ক্রীড়াঙ্গনে। ক্লাবটির কোচ রুডি গার্সিয়া এবার শোনালেন এক মজার খবর। গার্সিয়া জানিয়েছেন, রোনালদোর চেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। 

গতকাল সংবাদ সম্মেলন করেন আল-নাসর কোচ গার্সিয়া। তখন রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। সৌদি ক্লাবের কোচ জানিয়েছেন, কাতার বিশ্বকাপ চলাকালীন মেসিকেই তিনি তুলে আনতেন। যেখানে এবারের বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষার অবসান করেছেন এবং গোল্ডেন বলের পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আল-নাসরের কোচ বলেন, ‘প্রথমে দোহা থেকে মেসিকে আনতে চেয়েছিলাম। দোহা থেকে সরাসরি মেসিকে নিয়ে আসার চেষ্টা করেছিলাম।’ 
 
গত বছরের ৩০ ডিসেম্বর রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করে আল-নাসর। বছরে ১৭৩ মিলিয়ন পাউন্ডে (বার্ষিক ২ হাজার ১৫৯ কোটি টাকা) বেতন পাবেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড বেতনের রেকর্ডে এখন ফুটবলারদের শীর্ষে। শুধু ফুটবলারদেরই নন, রেকর্ড বেতনে ছাড়িয়ে গেছেন সব অ্যাথলেটকে। 

রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল।

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর