হোম > খেলা > ফুটবল

কালবৈশাখীতে বন্ধ আবাহনী-কিংসের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ থেকে 

ঝড়ে বন্ধ আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচ। ছবি: আজকের পত্রিকা

সকাল থেকে বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছিল। যদিও নির্বিঘ্নে শেষ হয় প্রথমার্ধ। কিন্তু বিরতির সময় শুরু হয় কালবৈশাখী। বৃষ্টি থামলেও মাঠ এখনো খেলার উপযোগী হয়নি। এক ঘণ্টার মতো বন্ধ রয়েছে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের ফেডারেশন কাপ ফাইনাল।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম ম্যাচের শুরুতে আক্রমণের জোয়ার তোলে বসুন্ধরা কিংস। ৬ মিনিটেই উৎসবের উপলক্ষ পায় তারা। সাদ উদ্দিনের ফ্রি কিক থেকে দুর্দান্ত হেডে আবাহনীর জাল কাঁপান আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানো। জার্সি দিয়ে বল মোড়ানোর উদ্‌যাপন বলে দেয় বাবা হতে যাচ্ছেন তিনি।

পিছিয়ে পড়ার পর সমতায় ফিরতে মরিয়ে হয়ে ওঠে আবাহনী। তাই খুব একটা বেশি সময় এগিয়ে থাকার সুযোগ পায়নি বসুন্ধরা। ১৫ মিনিটে এমেকা ওগবুহর চুলচেরা ক্রস তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে খুঁজে নেয় মোহাম্মদ ইব্রাহিমকে। আলতো টোকায় ইব্রাহিম নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করতে কোনো ভুল করেননি।

দুই দল এরপর চেষ্টা করেও সেভাবে কোনো আক্রমণ সাজাতে পারেনি। উল্টো এক ফাউলকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। এ ঘটনায় হলুদ কার্ড পেয়েছেন বসুন্ধরার রিমন হোসেন ও শাকিল এবং আবাহনীর মিরাজুল।

১-১ সমতায় বিরতির পর অঝোরে নামতে থাকে বৃষ্টি। তবু দ্বিতীয়ার্ধের খেলা শুরু করেন রেফারি। কিন্তু এক মিনিটের বেশি খেলা চালাতে পারেননি তিনি। সুযোগ পেয়ে সমর্থকেরা গ্যালারি থেকে মাঠে ঢুকে গা ভাসান বৃষ্টিতে।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই