হোম > খেলা > ফুটবল

ডার্বিতে রোমাঞ্চকর টাইব্রেকার জিতে কমিউনিটি শিল্ড সিটির 

ম্যানচেস্টার ডার্বি জিতে অবশেষে এফএ কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। আগের তিনবারের ফাইনালে প্রতিবারই হেরেছিল সিটিজেনরা। গতরাতে ওয়েম্বলিতে রোমাঞ্চকর টাইব্রেকারে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডকে ৭-৬ গোলে হারায় প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। দুই দল পেনাল্টি শুটআউটে শট নিয়েছে ৮টি করে। 

এর আগে শেষ মুহূর্তে জমে ওঠা ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। ৮২ মিনিটে আলেহান্দ্রো গারনাচোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। ৭ মিনিট পর সমতায় ফেরে সিটি। নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার পর শুরু হয় টাইব্রেকার। সেখানে প্রথম শটে ব্রুনো ফার্নান্দেস গোল করলেও মিস করে বসেন সিটির বের্নার্দো সিলভা। এর আগে এই পর্তুগিজ মিডফিল্ডারের গোলেই সমতায় ফিরেছিল সিটিজেনরা। তবে সিলভাকে শেষ পর্যন্ত হতাশ হতে  হয়নি। বাকি সব শটেই গোল করে গার্দিওলার শিষ্যরা। ইউনাইটেডের চতুর্থ শট মিস করে বসেন জাদোন সানচো। অষ্টম শট মিস করেন জনি ইভান্স। টাইব্রেকারে সিটির জয়সূচক শটটি নেন ম্যানুয়েল আকেঞ্জি। 

আগামী ১৬ আগস্ট রাত ১টায় ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-ফুলহাম ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তার আগে কমিউনিটি শিল্ড জিতে আবারও মৌসুম রাঙানোর ইঙ্গিত দিল সিটি। রেকর্ড গত চার মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা নতুন অভিযান শুরু করবে ১৮ আগস্ট, স্টামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে। এ নিয়ে পঞ্চম সর্বোচ্চ সাতবার কমিউনিটি শিল্ড জিতল সিটি। ২০১৯ সালের পর এ শিরোপা জিতল তারা।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী