ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে গুঞ্জন চলছে নিয়মিতই। এবার ব্রাজিলের কোচের ব্যাপারে একরকম বোমা ফাটালেন কার্লোস আলবার্তো। সাবেক এই ফুটবলার জানিয়েছেন, ব্রাজিলের সম্ভাব্য কোচ হচ্ছেন হোসে মরিনহো।
২০২২-এর ৯ ডিসেম্বর এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিশ্বকাপযাত্রা থেমে যায় শেষ আটেই। বিশ্বকাপ ব্যর্থতায় কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিতে। এরপর থেকে কোচের সন্ধানে হন্যে হয়ে খুঁজছে ব্রাজিল ফুটবল। কার্লোস আনচেলত্তি, জিনেদিন জিদানের পর এবার সম্ভাব্য কোচের তালিকায় যুক্ত হলেন মরিনহো। মরিনহোর কোচ হওয়ার সম্ভাবনার কথা জানিয়ে আলবার্তো বলেন, ‘আমি একটা বিস্ফোরক তথ্য দিতে যাচ্ছি। সম্ভবত মরিনহোই হচ্ছেন ব্রাজিলের কোচ। তথ্যটা কোথা থেকে এসেছে সেটা বড় কথা নয়। আমি আপনাদের তথ্যটা জানিয়ে দিচ্ছি। কারণ তিনি আমাকে নিমন্ত্রণ করেছিলেন।’
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত কোচিং করাননি মরিনহো। তবে ক্লাব ফুটবলে অনেক দিন বিভিন্ন ক্লাবে কোচিং করাচ্ছেন। এখন পর্যন্ত ১০৭৩ ম্যাচ কোচিং করিয়েছেন বিভিন্ন দলে। ৬৭৬ ম্যাচ জয়ের পাশাপাশি ২১৫ ম্যাচ ড্র এবং ১৮২ ম্যাচে হেরেছেন তিনি। তাঁর অধীনে ২০০৩-০৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল। চেলসি প্রিমিয়ার লিগ জিতেছিল তিনবার এবং রিয়াল মাদ্রিদ লা-লিগা জিতেছিল একবার। ২০২১ এর জুলাই থেকে এএস রোমার কোচের দায়িত্ব পালন করছেন মরিনহো।