হোম > খেলা > ফুটবল

শক্তিশালী চীনের সঙ্গে বাংলাদেশের আফসোসের ড্র  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ভারতকে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক চীনের অনূর্ধ্ব-২৩ দল। সেই দলটার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল কেমন খেলবে; শঙ্কা জোড়ানো একটা জিজ্ঞাসা তাই ছিলই! 

গেমসের ‘এ’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটার বিপক্ষে আজ ম্যাচ খেলার পর আফসোসটা শুধু বড়ই হয়েছে। চীনের যে দলটা ভারতকে উড়িয়ে দিয়েছে ৫ গোলে, মিয়ানমারকে হারিয়েছে ৪ গোলে সেই দলটা আজ বাংলাদেশের বিপক্ষে গোলই করতে পারেনি! গ্রুপে বাংলাদেশ একটি মাত্র পয়েন্ট পেয়েছে, সেটিও কিনা চীনের মতো দলের বিপক্ষে ০-০ ড্রয়ে! 

এই ড্রয়ে কেবল আফসোসটা বড়ই হয়েছে বাংলাদেশের। ভারত ও মিয়ানমার দুই দলের কাছেই ১-০ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। অথচ দুই ম্যাচেই জয়ের সম্ভাবনা ছিল লাল-সবুজদের। মিয়ানমারের সঙ্গে হাফ ডজনের মতো সুযোগ তৈরি করে বাংলাদেশ হেরেছিল মুরাদ হাসানের আত্মঘাতী গোলে। ভারতের সঙ্গে হারটা ছিল ৮৫ মিনিটে পেনাল্টি থেকে। এ দুই ম্যাচের একটিতে জয় থাকলেই রানার্সআপ না হলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারত বাংলাদেশ। 

ভারত-মিয়ানমারকে হারানো চীন ৭ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ সেরা। চীন-বাংলাদেশ ম্যাচের সমান্তরালে হয়েছে ভারত-মিয়ানমার ম্যাচও। সেই ম্যাচটাও হয়েছে ১-১ গোলে ড্র। তাতে ভারত ও মিয়ানমার দুই দলের পয়েন্টই সমান ৪। বাংলাদেশের পয়েন্ট ১।

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের