হোম > খেলা > ফুটবল

মেসিকে ‘গোট’ বলায় অসন্তুষ্ট রোনালদো

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে তুলনা চলছে দীর্ঘদিন। কে সর্বকালের সেরা-তা নিয়ে ভক্তদের মধ্যে এখনও চলে আলাপ-আলোচনা। এবার রোনালদোর সামনে প্রকাশ্যে মেসির প্রশংসা করেছিলেন এক তরুণ ভক্ত। তাতে সন্তুষ্ট হতে পারেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

গত পরশু কিং সৌদ স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল-নাসর ও আল-বাতিন। ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আল-নাসর। তখন টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন রোনালদো। রোনালদোর সামনে তরুণ এক ভক্ত বলেছিলেন, ‘মেসি সর্বকালের সেরা খেলোয়াড় (গোট)।’ পর্তুগিজ এই তারকা ফুটবলারকে কিছুটা অসন্তুষ্ট মনে হয়েছিল। 

১-০ গোলে পিছিয়ে থেকেও আল-নাসর জিতেছিল ৩-১ ব্যবধানে। ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েই তিনটি গোল করেছিলেন আল-নাসরের ফুটবলাররা। এই ম্যাচে রোনালদো কোনো গোল করতে পারেননি। এমনকি কোনো অ্যাসিস্টও করেননি পর্তুগিজ এই ফরোয়ার্ড। 

দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। 

আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন রোনালদো। করেছেন ৮ গোল এবং ২ গোলে অ্যাসিস্ট করেন তিনি। দুটো হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি