হোম > খেলা > ফুটবল

ফুটবলের পাশাপাশি অন্য খেলাও হবে এমএ আজিজে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাফুফের সঙ্গে সমন্বয় করে অন্য খেলাও হবে এই মাঠে। ছবি: সংগৃহীত

কদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এমএ আজিজ স্টেডিয়াম বাফুফেকে ২৫ বছরের জন্য ব্যবহারের অনুমতি দেয়। এতে অন্য খেলা আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কা কাটল। এনএসসি তাদের সিদ্ধান্তে খানিকটা পরিবর্তন এনেছে। চট্টগ্রাম জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাও এমএ আজিজ স্টেডিয়ামের মাঠ ব্যবহার করতে পারবে। তেমনটা হলে ফুটবলের পাশাপাশি অন্য খেলাও হবে এই ভেন্যুতে। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে এনএসসি।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে চট্টগ্রামের অবদান অনেক। ফুটবল, ক্রিকেট ছাড়াও হকি, ব্যাডমিন্টন এবং আরও অনেক খেলায় বন্দরনগরী বেশ সক্রিয়। দেশের বিভিন্ন খেলার অনেক খেলোয়াড়ই উঠে আসে এই চট্টগ্রাম থেকে। সে জন্য এমএ আজিজ স্টেডিয়াম শুধু ফুটবলকে ব্যবহারের অনুমতি দেওয়ায় চট্টগ্রামের অনেক সংগঠক ও সাবেক খেলোয়াড় দ্বিমত পোষণ করেছিলেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে আলোচনা হয়। সেসব বিবেচনা করে এনএসসি আগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে।

বাফুফের এখনো নিজস্ব কোনো মাঠ নেই। তারা এনএসসির কাছ থেকে বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়াম চেয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরেই এই দুই স্টেডিয়াম ব্যবহার করছে বাফুফে। যদিও বর্তমানে দুটি স্টেডিয়ামের সংস্কার চলমান। সে জন্য একপ্রকার মাঠ সংকটেই ভুগছে ফেডারেশন। তা ছাড়া ফিফার অর্থায়নে কোনো স্টেডিয়াম সংস্কারের জন্যও সংশ্লিষ্ট স্টেডিয়াম অন্তত ২০ বছর লিজ থাকতে হয়। সেই বিবেচনায় এমএ আজিজ ২৫ বছরের জন্য বাফুফেকে দিয়েছিল এনএসসি।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো