হোম > খেলা > ফুটবল

 ১১ বছর পর ফুলহামের কাছে হেরে বছর শেষ আর্সেনালের

জিতলেই এক সঙ্গে দুই কাজ হয়ে যেতে আর্সেনালের। জয় নিয়ে এ বছরের শেষটা করতে পারত। সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠতে পারত গানাররা। কিন্তু কোনোটাই তাদের ভাগ্য নেই। উল্টো হেরে বছর শেষ করেছে তারা। 

ঘরের মাঠে আর্সেনালকে হার দিয়ে আতিথেয়তা দিয়েছে ফুলহাম। প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। ফুলহামের হয়ে গোল দুটি করেছেন রাউল জিমেনেজ ও ববি রেইড। অন্যদিকে ব্যবধান কমানো গোল করেছেন বুকায়ো সাকা। 

সাকার গোলটি অবশ্য ব্যবধান কমানো হওয়ার কথা ছিল না। কেননা প্রতিপক্ষের মাঠে তাঁর গোলেই দুর্দান্ত শুরু করেছিল আর্সেনাল। কিন্তু এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারকে সঙ্গী করে মাঠ ছাড়তে হয়েছে গানারদের। ম্যাচের ৫ মিনিটে দলকে এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। 

তবে লিডটা ২৪ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি আর্সেনাল। ২৯ মিনিটে ফুলহামকে সমতায় ফেরান জিমেনেজ। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি শেষে মাঠে নেমে বল পজিশনে এগিয়ে থাকলেও কাজের কাজ করতে পারেনি গানাররা। 

উল্টো ৫৯ মিনিটে গোল হজম করে বসে আর্সেনাল। ফুলহামকে জয়সূচক গোলটি এনে দেন রেইড। শেষ আধা ঘণ্টা মরিয়া প্রচেষ্টা চালিয়েও গোল শোধ দিতে পারেন অতিথিরা। এতে করে প্রতিপক্ষের কাছে ১১ বছর পর হারল আর্সেনাল। সর্বশেষ ২০১২ সালের হারটিও সমান ২-১ ব্যবধানের। সেবারও ফুলহামের মাঠে হেরেছে গানাররা। এ হারে টানা তৃতীয় ম্যাচ জয়হীন থাকল কোচ মিকেল আর্তেতার দল। যার মধ্যে শেষ দুই ম্যাচেই আবার হার। 

ঘরের মাঠে ওয়েস্ট হামের কাছে ২-০ গোলে হারার পর বছরের শেষ দিনে আজ ফুলহামের কাছে ২-১ গোলে হারল আর্সেনাল। যার প্রভাব পড়েছে পয়েন্ট তালিকায়। শীর্ষে ওঠার হাতছাড়া করে চার নম্বরে এখন তারা। ২০ ম্যাচে ৪০ পয়েন্ট তাদের। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। অল রেডদের সমান পয়েন্ট নিয়েও দুইয়ে অ্যাস্টন ভিলা। দলটি এক ম্যাচ বেশি খেলেও গোল ব্যবধানে পিছিয়ে। অন্যদিকে ১৯ ম্যাচে আর্সেনালের সমান ৪০ পয়েন্ট নিয়ে তিনে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলার সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। 

অন্যদিকে বছরের শেষ ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে টটেনহাম। স্পার্সদের হয়ে গোল তিনটি করেছেন, পেপে সার, সন হিউয়েন-মিন ও রিচার্লিসন। আর প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোল করেছেন অ্যালেক্স স্কট।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা