হোম > খেলা > ফুটবল

৬৯৫ কোটি টাকায় নেইমারের সাবেক ক্লাবে ‘ইতালিয়ান জিনিয়াস’

ক্রীড়া ডেস্ক    

ইন্টার মিলান ছেড়ে আল হিলালের কোচ হয়েছেন সিমোন ইনজাঘি। ছবি: ফেসবুক

ক্লাব বিশ্বকাপে যাওয়ার আগেই নতুন কোচ পেল নেইমারের সাবেক ক্লাব আল হিলাল। দুই বছরের চুক্তিতে ডাগআউটের দায়িত্ব দিয়েছে সিমোন ইনজাঘির কাঁধে। গত মাসে জর্জ জেসুসকে ছাঁটাই করার পর ইনজাঘির প্রতিই চোখ রেখেছিল সৌদি আরবের ক্লাবটি।

ইনজাঘিও পারেননি লোভনীয় প্রস্তাব ফেরাতে। গুঞ্জন আছে, দুই মৌসুমে ৫ কোটি ইউরো (৬৯৫ কোটি টাকা) বেতন পাবেন তিনি। তিন দিন আগেও তিনি ছিলেন ইন্টার মিলানের কোচ। কিন্তু চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ইন্টার ছাড়েন। এর আগে থেকেই অবশ্য তাঁর আল হিলালে যাওয়ার গুঞ্জন চলছিল।

৪৯ বছর বয়সী ইনজাঘিকে স্বাগত জানিয়ে আল হিলাল সামাজিক মাধ্যমে লিখেছে, ‘ইতালিয়ান জিনিয়াস চলে এসেছেন।’ এক ভিডিও বার্তায় ইনজাঘি বলেন, ‘আমি সিমোন ইনজাঘি এবং আল হিলালের সঙ্গে নিজের গল্প শুরু করছি আজ থেকে।’

ইন্টার মিলানে চার বছর কোচিং করিয়ে একবার সিরি আ, দুবার কোপা ইতালিয়া, তিনবার ইতালিয়ান সুপার কাপ জিতেছেন ইনজাঘি। দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পাননি। এর আগে খেলোয়াড়ি জীবনে নিজের সাবেক ক্লাব লাৎসিওর কোচ ছিলেন ৫ বছর।

১৫ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। গ্রুপ ‘এইচে’ আল হিলাল ছাড়াও রয়েছে পাচুকা, সালজবুর্গ ও রিয়াল মাদ্রিদ।

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু