অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইয়ে অনুমিতভাবে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। মালয়েশিয়ায় আজ অনুষ্ঠিত ড্রয়ে র্যাঙ্কিং বিবেচনায় বাংলাদেশ ছিল শেষ পটে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরকে।
১ সেপ্টেম্বর শুরু হবে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশের গ্রুপের সবগুলো ম্যাচ আয়োজন করবে ভিয়েতনাম। বরাবরই বাংলাদেশের দৌড় থাকে বাছাইপর্ব পর্যন্ত। কখনো মূলপর্বে খেলার সুযোগ হয়নি। ১১ গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা ৪ রানার্সআপ জায়গা করে নেবে মূলপর্বে।
এবার অনূর্ধ্ব-২৩ দলে দেখা যেতে পারে প্রবাসীদের মেলা। জুনের শেষে ৩০ জনের বেশি প্রবাসী ফুটবলারদের ট্রায়াল নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। টিকে গেলে অনেকেই জায়গা করে নেবেন অনূর্ধ্ব-২৩ দলে।