হোম > খেলা > ফুটবল

বসুন্ধরা-জামালের ‘আক্কেলসেলামি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ আগস্ট মারামারির ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নকে আর্থিক জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। জরিমানার তালিকা থেকে বাদ যায়নি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। 

বিপিএল ফুটবলে গত ৯ আগস্ট শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। একইদিনে মাঠে ম্যাচ ছিল আবাহনী ও আরামবাগের। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠে ঢুকে জয় উল্লাস করেছেন বসুন্ধরার ম্যানেজার ওয়াসিমউজ্জামান ও বসুন্ধরা নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার। দুজনের ঘটনায় বসুন্ধরাকে ১ লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করেছে বাফুফে। 

এবারের বিপিএল ফুটবলে অন্যতম আলোচিত ঘটনা শেখ জামাল-ব্রাদার্সের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতি কাণ্ড। এই ঘটনায় জামালের দুই ফুটবলার-শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে বাফুফে। একই শাস্তি পেয়েছেন ব্রাদার্সের খেলোয়াড় ছামির উল্লাহ। নগদ ১ লাখ টাকা জরিমানা গুনতে হবে শেখ জামালকে। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্রাদার্সকে। মাঠে ঢুকে রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে জামালের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান আল মামুনকে। 

১৪ আগস্ট মোহামেডানের বিপক্ষে ম্যাচে কর্নার কিক নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ৪ মিনিট খেলা বন্ধ রেখেছিলেন রহমতগঞ্জের ফুটবলাররা। প্রতি মিনিটের জন্য রহমতগঞ্জকে ৩ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে। ১৭ আগস্ট চট্টগ্রাম আবাহনীর বলবয়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই দলের তিন বলবয়কে চার ম্যাচ নিষিদ্ধ ও রহমতগঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী