হোম > খেলা > ফুটবল

বসুন্ধরা-জামালের ‘আক্কেলসেলামি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ আগস্ট মারামারির ঘটনায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নকে আর্থিক জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। জরিমানার তালিকা থেকে বাদ যায়নি লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসও। 

বিপিএল ফুটবলে গত ৯ আগস্ট শেখ জামালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বসুন্ধরা কিংস। একইদিনে মাঠে ম্যাচ ছিল আবাহনী ও আরামবাগের। ম্যাচ চলাকালীন সময়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও মাঠে ঢুকে জয় উল্লাস করেছেন বসুন্ধরার ম্যানেজার ওয়াসিমউজ্জামান ও বসুন্ধরা নারী দলের সহকারী কোচ মাহমুদা আক্তার। দুজনের ঘটনায় বসুন্ধরাকে ১ লাখ টাকা জরিমানা ও ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করেছে বাফুফে। 

এবারের বিপিএল ফুটবলে অন্যতম আলোচিত ঘটনা শেখ জামাল-ব্রাদার্সের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে হাতাহাতি কাণ্ড। এই ঘটনায় জামালের দুই ফুটবলার-শাকিল আহমেদ ও ফয়সাল আহমেদকে এক ম্যাচ করে নিষিদ্ধ করেছে বাফুফে। একই শাস্তি পেয়েছেন ব্রাদার্সের খেলোয়াড় ছামির উল্লাহ। নগদ ১ লাখ টাকা জরিমানা গুনতে হবে শেখ জামালকে। ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ব্রাদার্সকে। মাঠে ঢুকে রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ানোর কারণে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে জামালের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক ফুটবলার হাসান আল মামুনকে। 

১৪ আগস্ট মোহামেডানের বিপক্ষে ম্যাচে কর্নার কিক নিয়ে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ৪ মিনিট খেলা বন্ধ রেখেছিলেন রহমতগঞ্জের ফুটবলাররা। প্রতি মিনিটের জন্য রহমতগঞ্জকে ৩ হাজার টাকা জরিমানা করেছে বাফুফে। ১৭ আগস্ট চট্টগ্রাম আবাহনীর বলবয়দের সঙ্গে হাতাহাতির ঘটনায় দুই দলের তিন বলবয়কে চার ম্যাচ নিষিদ্ধ ও রহমতগঞ্জকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো