হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের অবনতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। ছবি: আজকের পত্রিকা

গত অক্টোবরের পর থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের গ্রাফটা নিম্নমুখী হয়নি। মার্চে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর উন্নতি হয়েছিল দুই ধাপ। কিন্তু ৯ মাস পর দেখতে হলো অবনতির মুখ।

এক ধাপ পিছিয়ে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ১৮৪। জুনের ফিফা উইন্ডো দুটি ম্যাচ খেলেছে হাভিয়ের কাবরেরার দল। ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে হারতে হয়েছে ২-১ গোলে। এর প্রস্তুতির অংশ ছিল ভুটান ম্যাচ। সেই ম্যাচে ২-০ গোলে জিতলেও র‍্যাঙ্কিংয়ে খুব একটা প্রভাব রাখতে পারেনি।

এশিয়ান কাপ বাছাইয়ে ‘সি’ গ্রুপের দলগুলোর মধ্যে বাংলাদেশের মতো ভারতেরও অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে ১২৭ থেকে ১৩৩-এ আছে তারা। জুনে তাদের ১-০ গোলে হারিয়ে হংকং ৬ ধাপ এগিয়ে এখন রয়েছে ১৪৭ নম্বরে। দুই ধাপ এগিয়ে ১৫৯ নম্বরে অবস্থান সিঙ্গাপুরের।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ৯ হংকংয়ের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি খেলেই হংকংয়ের বিমান ধরতে হবে কাবরেরার দলকে ৷ ১৪ অক্টোবর একই প্রতিপক্ষের বিপক্ষে রয়েছে অ্যাওয়ে ম্যাচ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর