হোম > খেলা > ফুটবল

উরুগুয়ের কাছে হেরে বিদায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের, পানামার ইতিহাস

শেষ আটে যেতে জিততেই হতো যুক্তরাষ্ট্রকে। কিন্তু উল্টো হেরে বসে স্বাগতিকেরাই এখন হয়ে গেল দর্শক। কানসাস সিটিতে যুগ্মভাবে সর্বোচ্চ ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচরা। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে অরল্যান্ডোতে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পানামা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম এই মহাদেশীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল তারা। 

উরুগুয়ে আগেই শেষ আট নিশ্চিত করে ফেলেছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এবার হলো গ্রুপ-সেরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হলো পানামা। এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে ছিলেন না কোচ মার্সেলো বিয়েলসা। তার পরও মাথা উঁচু করে মাঠে ছেড়েছেন উরুগুইয়ানরা। ৬৬ মিনিটে মাথিয়াস অলিভেরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই গোল আর শোধ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। কোপার ইতিহাসে স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বেই বিদায়ের লজ্জার রেকর্ড গড়ল গ্রেগ বারহাল্টারের দল। 

শেষ আটে যেতে যুক্তরাষ্ট্রের মতোই সমীকরণের সামনে ছিল পানামা। সেই সমীকরণ তারা মিলিয়েছে দাপুটে জয়ে। ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে সেই গোল শোধ দেয় বলিভিয়া। যুক্তরাষ্ট্র যদি হারতো আর ড্র করলেও শেষ আটে যেতে অসুবিধা ছিল পানামার। তবে সেই সমীকরণের সামনে পড়তে হয়নি তাদের। ৭৯ ও ৯১ মিনিটে আরও ২টি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে পানামা।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো