হোম > খেলা > ফুটবল

ফাইনালে হারের রেকর্ড গড়ে বসল চেলসি

প্রিমিয়ার লিগ তো বটে ইউরোপের ফুটবলে ২০২৩-২৪ মৌসুমে সবচেয়ে বেশি খরচ করা দল চেলসি। ট্রান্সফার মার্কেটের হিসেবে, জানুয়ারির দলবদলে তাদের ব্যয় ৪৬৭.৮০ মিলিয়ন ইউরো! কিন্তু সাফল্য?—এখনো শূন্য। মার্কিন ধনকুবের ব্লুজদের মালিকানা কেনার পর এখনো শিরোপার স্বাদ পাননি। খুব কাছে গিয়েও আরেকবার হৃদয় ভাঙল চেলসির। আরেকবার তারা ওয়েম্বলি স্টেডিয়ামে ইএফএল বা কাবাবও কাপে হারল লিভারপুলের বিপক্ষে। 

১১৮ মিনিটে অধিনায়ক বান্ডিল ফন মাইকের হেডে ১-০ গোলের জয়ে মৌসুমের প্রথম শিরোপা জিতল অলরেডরা। অ্যানফিল্ডে নিজের বিদায়ী মৌসুমে এটি কোচ ইয়ুর্গেন শপের প্রথম শিরোপাও। এমনিতে রেকর্ড অঙ্কের অর্থ খরচেও সাফল্য পাচ্ছে না চেলসি। তার মধ্যে আরেকটি ফাইনালে হেরে নতুন রেকর্ড গড়ে বসল তারা। প্রথম ইংলিশ ক্লাব হয়েছে ঘরোয়া কাপে টানা ছয়টি ফাইনালে হারল ব্লেজার। 

২০১৯ সালে এফএম কাপে টাইব্রেকারে ৪-৩ ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল চেলসি। পরের বছর এফএও কাপের আর্সেনালের কাছে ২-১ গোরে হার। ২০২১ সালে একই টুর্নামেন্টের ফাইনালে ব্লেজার ১-০ গোলে হারে লেখার সিটির কাছে। ২০২২ সালে রোমাঞ্চকর টাইব্রেকারে ১১-১০ গোলে হেরেছিল লিভারপুলের বিপক্ষে। একই বছর এফএও কাপেও টাইব্রেকারে (৬-৫) ব্যবধানে অলরেডদের কাছে হারে চেলসি। এবারও কারাভোগ কাপে তাদের ঘাতক লিভারপুল। ঘরোয়া কাপের গত তিন ফাইনালে শপের শিষ্যদের কাছে হারল ব্লেজার।

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো