হোম > খেলা > ফুটবল

আগুয়েরোর রেকর্ড ভাঙলেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগের এখনো ১৪ ম্যাচ বাকি। কিন্তু এর আগেই রেকর্ডের পাতা নতুন করে লিখতে বাধ্য করছেন আর্লিং হালান্ড। গতকাল বোর্নামাউথের বিপক্ষে এক গোল করে ক্লাবের হয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। 

ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর একের পর এক গোল করতে শুরু করেছিলেন হালান্ড। তাতে আগেই বোঝা গিয়েছিল সার্জিও আগুয়েরোর এক মৌসুমে ক্লাবের হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড বেশি দিন টিকবে না। গতকাল তা নিশ্চিত হলো। ২৭ গোল নিয়ে এখন তিনি সিটির হয়ে সর্বোচ্চ গোলদাতা। এখনো অনেক ম্যাচ বাকি থাকায় গোলের সংখ্যা যে আরও বাড়বে তা না বললেও চলে। 

 ২০১৪-১৫ মৌসুমে সিটিজেনদের হয়ে লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন আগুয়েরো। সে মৌসুমে ২৬ গোল করে একমাত্র গোল্ডেন বুটও জিতেছিলেন এই কিংবদন্তি। উত্তরসূরির কাছে এই রেকর্ড হারালেও সব মিলিয়ে ২৬০ গোল নিয়ে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখনো আর্জেন্টাইন তারকার দখলে। 

গতকাল বোর্নামাউথের মাঠেই প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছে ম্যানসিটি। ৪-১ গোলে হারিয়েছে তাদেরকে। হালান্ডের গোলের সঙ্গে হুলিয়ান আলভারেজ ও ফিল ফোডেন গোল পেয়েছেন। বাকিটি ক্রিস মেফহামের আত্মঘাতী। আর স্বাগতিকের হয়ে একমাত্র গোলটি করেছেন জেফারসন লারমা। 

এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে ২ নিয়ে এসেছে ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৫ পয়েন্ট তাদের। অন্যদিকে ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলায় পয়েন্টের ব্যবধান বাড়ানোর সুযোগ রয়েছে তাদের।

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা