হোম > খেলা > ফুটবল

আর্সেনালকে রুখে দেওয়া পিএসজি গোলরক্ষককে দানব বললেন কোচ

ক্রীড়া ডেস্ক    

পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা গত রাতে অতিমানব হয়ে উঠেছেন। ছবি: এএফপি

জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।

এমিরেটস স্টেডিয়ামে গত রাতে ৪ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ম্যাচে সমতায় ফিরতে এরপর মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। কিন্তু পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা বনে যান ‘চীনের মহাপ্রাচীর’। আর্সেনালের কমপক্ষে পাঁচটি গোলের সুযোগ ভেস্তে দিয়েছেন তিনি। সেমিফাইনালের প্রথম লেগে পিএসজির ১-০ গোলে জয়ের কৃতিত্ব দেম্বেলের চেয়ে স্বাভাবিকভাবেই দোন্নারুম্মার বেশি। ম্যাচ শেষে দলটির কোচ লুইস এনরিকে বলেন, ‘১৪ থেকে ১৫ ফুটবলারের কাজকে আলাদাভাবে দেখতে চাই। অবশ্যই সেখানে এমন কিছু ফুটবলার আছে, যারা ভালো খেলে। সেট পিসে দক্ষ দলের বিপক্ষে খেলতে হলে আপনার দলে একজন দানবের দরকার।’

এমিরটেস স্টেডিয়ামে গত রাতে পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা যেভাবে অতিমানব হয়ে উঠেছেন, সেটার প্রশংসা করেছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতাও। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, লিয়ান্দ্রো ট্রোসার্ড-এই দুই ফুটবলারের নিশ্চিত গোল এক হাত দিয়ে ঠেকিয়েছেন দোন্নারুম্মা। পিএসজি গোলরক্ষককে নিয়ে আর্তেতা বলেন, ‘লিভারপুল ও ভিলার বিপক্ষেও এমন সেভ করেছিল সে (দোন্নারুম্মা)। চ্যাম্পিয়নস লিগে এটাই পার্থক্য গড়ে দিয়েছে।’

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিলেন ডেকলান রাইস। প্রথমে রাইসের ফ্রি কিক রিসিভ করে হেডে লক্ষ্যভেদ করেন মিকেল মেরিনো। দল সমতা ফিরিয়েছে ভেবে এমিরেটস স্টেডিয়ামে তখন উৎসব শুরু। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখা যায়, মেরিনো হেড দেওয়ার আগে অফসাইডে থাকায় গোল বাতিল হয়ে যায়। ৭ মে ১-০ গোলে এগিয়ে থেকে পিএসজি সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে নামবে আর্সেনালের বিপক্ষে। পার্ক দে প্রিন্সেসে বাংলাদেশ সময় ১টায় শুরু হবে ম্যাচটি।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর