হোম > খেলা > ফুটবল

নেইমারের বিয়ে নিয়ে রহস্যময় মন্তব্য আলোচিত সেই প্রেমিকার

ক্রীড়া ডেস্ক    

নেইমারকে বিয়ে করার ব্যাপারে রহস্যজনক উত্তর দিয়েছেন ব্রুনা বিয়ানকার্দি। ছবি: এএফপি

নেইমার থাকবেন, অথচ তাঁকে নিয়ে আলোচনা হবে না—সেটা কি কখনো সম্ভব! মাঠের পারফরম্যান্স যেমনই হোক, তাঁর অন্যান্য কর্মকাণ্ড নিয়ে কথাবার্তা হয় প্রায় সময়ই। ব্রাজিলের এই ফরোয়ার্ডকে নিয়ে এবার তাঁর আলোচিত প্রেমিকা যা বললেন, সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো।

নেইমারের সঙ্গে ব্রুনা বিয়ানকার্দির বিয়ে নিয়ে রহস্য অনেক বছর ধরেই। ব্রাজিলের ফরোয়ার্ডকে আদৌ বিয়ে করেছেন কিনা, এই ‘হট টপিক’ নিয়ে এবার অবাক করা এক কথা বলেছেন বিয়ানকার্দি। ইনস্টাগ্রামে গত রাতে ভক্ত-সমর্থকদের কাছে এক প্রশ্নে বিয়ানকার্দির কাছে জিজ্ঞাসা, নেইমারের সঙ্গে কবে তিনি (বিয়ানকার্দি) গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? নেইমারের আলোচিত প্রেমিকার উত্তর, ‘আমরা কাগজে-কলমে এরই মধ্যে বিয়ে করে ফেলেছি।’

নেইমার-বিয়ানকার্দির বিয়ে নিয়ে বিভিন্ন সময় শোনা যায় নানারকম আলাপ-আলোচনা। কয়েক মাস আগে যখন এমন একটা খবর প্রচার হয়েছিল, তাতে নেইমার একরকম আকাশ থেকে পড়েছিলেন। অবাক হয়ে ব্রাজিলের ফরোয়ার্ড তখন বলেছিলেন, ‘এই ব্যাপারে (বিয়ে) কোনো পরিকল্পনা করা হয়নি। কিছুই জানি না এই ব্যাপারে। তারিখটা বলে দিন যাতে করে প্রস্তুতি নিতে পারি।’

বিয়ানকার্দির সঙ্গে নেইমারকে অনেক জায়গায় ঘুরতে দেখা গেছে। ২০২৫ শুরুর আগে ২০২৪-এর ৩১ ডিসেম্বর একসঙ্গে উদ্‌যাপন করেছিলেন তাঁরা। সংযুক্ত আরব আমিরাতে হলেও আসলে কোন শহরে নেইমার-বিয়ানকার্দি নতুন বছর উদ্‌যাপন করেছিলেন, সেটা জানা যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি তখন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে শোনা গিয়েছিল দুবাইয়ের নাম। এমনকি আবুধাবির নামও তখন কানে এসেছিল।

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্‌যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।

২০২৩-এর আগস্টে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে যান আল হিলালে। তবে আল হিলালে থাকা অবস্থায় চোটে পড়ে বেশির ভাগ সময় ডাগআউটে থাকতে হয়েছে। এমনকি চুক্তি পুরো ২ বছর হওয়ার আগেই এ বছরের জানুয়ারিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। আল হিলালের জার্সিতে সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেছেন তিনি। পরবর্তীতে নেইমার তাঁর শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন। সান্তোসে ফেরা এই ফুটবলার এবার করোনা আক্রান্ত হয়েছেন। ব্রাজিলিয়ান ক্লাবটি তাঁর (নেইমার) কোভিড পজিটিভ হওয়ার কথা নিশ্চিত করেছে। কত দিনের জন্য নেইমার ছিটকে গেছেন, সেটা অবশ্য জানা যায়নি।

বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

সাফ ফুটসালে বাংলাদেশের খেলা দেখাবে কোথায়

আজ ঢাকায় ফুটবল বিশ্বকাপের ট্রফি কোথায়, কারা দেখতে পাবেন

আসল সমস্যা আড়াল করে কোচ বদলেই কি মুক্তি রিয়ালের

নতুন কোচ পেল ম্যানচেস্টার ইউনাইটেড, থাকবেন কত দিন

ঢাকায় বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

আলোনসোর জায়গায় আরবেলোয়াকে কেন নিল রিয়াল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’