হোম > খেলা > ফুটবল

চলে গেলেন ফরেস্টের ‘মিরাকল ম্যান’দের অংশ ল্যারি লয়েড

নটিংহাম ফরেস্ট কিংবদন্তি ল্যারি লয়েড আর নেই। ৭৫ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। আজ খবরটি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। 

নটিংহাম ফরেস্ট এক বিবৃতিতে বলেছে, ‘ল্যারি লয়েডের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে শোকাহত। “মিরাকল ম্যান (বিস্ময় জাগানিয়ারা)”দের অংশ ল্যারি ১৯৭৯ ও ১৯৮০ সালে স্মরণীয় টানা দুই ইউরোপিয়ান কাপ জয়ের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। ক্লাবের হয়ে তিনি মোট ২১৮ ম্যাচ খেলেছেন। সত্যিকারের দুঃসময়ে ল্যারির পরিবার ও বন্ধু স্বজনদের সমবেদনা জানাচ্ছি। শান্তিতে ঘুমাও, ল্যারি।’ 

এক সময় ইউরোপিয়ান ফুটবলে বেশ দাপুটে দল ছিল নটিংহাম। ১৯৭৮-৭৯ ও ১৯৭৯-৮০ মৌসুমে টানা দুটি ইউরোপিয়ান কাপ জিতেছে দলটি, এখন যা চ্যাম্পিয়নস লিগ নামে পরিচিত। এ দুই শিরোপাজয়ী দলে ছিলেন লয়েড। 

দুই ইউরোপিয়ান কাপ ছাড়াও প্রথম বিভাগের শিরোপা জিতেছেন সাবেক এই ডিফেন্ডার। যা বর্তমানে প্রিমিয়ার হিসেবে স্বীকৃত। এ ছাড়া ১৯৭০ দশকের শুরুতে লয়েড উয়েফা কাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। ১৯৬৯-৭৪ মৌসুম পর্যন্ত অ্যানফিল্ডে ছিলেন তিনি। তবে ক্যারিয়ারের উল্লেখযোগ্য সময় কাটিয়েছেন ফরেস্টে। যেখানে কোচ ব্রায়ান ক্লফের অধীনে ইউরোপিয়ান কাপের স্বাদ পান লয়েড। 

তাঁর জন্ম ব্রিস্টলে। ১৯৬৭ সালে পেশাদারি ক্যারিয়ার শুরু করেন ব্রিস্টল রোভার্সের হয়ে। ইংল্যান্ড জাতীয় দলের হয়ে লয়েড চার ম্যাচ খেলেছেন। পরে লিভারপুল, কভেন্ট্রি সিটি, নটিংহাম ঘুরে বুটজোড়া তুলে রাখেন উইগান অ্যাথলেটিকের হয়ে। ট্রফিময় এক পেশাদারি ক্যারিয়ার শেষে তিনি ডাগআউটে দাঁড়ান উইগান ও নটস কাউন্টির। 

১৯৬৯ সালে লিভারপুলের কিংবদন্তি কোচ বিল শ্যাংকলি ৫৮ হাজার ইউরোর বিনিময়ে লয়েডকে অ্যানফিল্ডে নিয়ে আসেন। ১৯৭৩ সালে অলরেডদের হয়ে তিনি লিগ ও উয়েফা কাপ জেতেন। সেই মৌসুমে প্রতিটি ম্যাচ খেলেছেন তিনি। কভেন্ট্রিতে দুই বছর কাটানোর পর ৬০ হাজার পাউন্ডে ফরেস্টে যোগ দেন লয়েড। সে সময় কেনি বার্নসের সঙ্গে তাঁর জুটি বেশ প্রশংসা কুড়িয়েছিল। ফরেস্টের হয়ে ১৯৭৯ সালে সুইডেনের মালমোকে হারিয়ে প্রথম ইউরোপিয়ান কাপ জেতেন তিনি। পরের বছর তারা হামবুর্গকে হারিয়ে শিরোপা ধরে রাখে। টানা দুই এই শিরোপা জেতা ফরেস্টের এই স্কোয়াডকে ডাকা হতো ‘মিরাকল ম্যান’ নামে।

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

বিমানবন্দর থেকে ফিরে এলেন দুই প্রবাসী ফুটবলার, বিরক্ত পরিবার

কলকাতায় মেসির তিক্ত অভিজ্ঞতা, লন্ডভন্ড যুবভারতী স্টেডিয়াম

আর্জেন্টিনা-ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বকাপে চাহিদার শীর্ষে যে ম্যাচের টিকিট