হোম > খেলা > ফুটবল

গালতিয়েরের পিএসজি অধ্যায় শেষ 

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বর্তমান অবস্থা দেখে যে কারোরই যোগীন্দ্রনাথ সরকারের ‘হারাধনের দশটি ছেলে’ কবিতার কথা মনে পড়বে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো দুই তারকা ফুটবলারের পর এবার খালি হচ্ছে পিএসজির কোচের পদও। মৌসুম শেষেই চাকরি হারাচ্ছেন কোচ ক্রিস্তফ গালতিয়ের।

গালতিয়েরের সঙ্গে পিএসজির বিচ্ছেদের কথা জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লেকিপ। ফরাসি সংবাদমাধ্যম লিখেছে, পার্ক দে প্রিন্সেসে শনিবার সন্ধ্যায় (আজ) ক্লেরমঁ ফুতের বিপক্ষে ম্যাচটিই পিএসজির হয়ে গালতিয়েরের শেষ ম্যাচ। এরপর তাঁকে আর দেখা যাবে না পিএসজির ডাগআউটে। গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে কোচের পদে নিয়োগ দিয়েছিল পিএসজি। তবে এক বছর হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কোচের খোঁজ এরই মধ্যে শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।

গত পরশু সংবাদ সম্মেলনে মৌসুম শেষে মেসির পিএসজি ছাড়ার কথা নিশ্চিত করেছেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ বলেছিলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সুযোগ হয়েছে আমার। ক্লেরমঁতের বিপক্ষে ম্যাচটিই পার্ক দে প্রিন্সেসে লিওর শেষ ম্যাচ হতে যাচ্ছে।’  সেই সংবাদ সম্মেলনে প্যারিসে তাঁর (গালতিয়ের) ভুলে যাওয়ার মতো স্মৃতির কথা জিজ্ঞেস করা হয়। গালতিয়ের কোনো দ্বিধায় না থেকে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বাদ পড়ার কথা বলেছেন, ‘নিশ্চিতভাবেই বায়ার্নের বিপক্ষে জোড়া ধাক্কা। এরপর আরও অনেক ম্যাচ হয়েছে। সেগুলো অনেক ভালো ছিল।’ 

প্রায় ১ বছরের কোচিং ক্যারিয়ারে গালতিয়েরের অধীনে পিএসজি খেলেছে ৪৯ ম্যাচ। জিতেছে ৩৪ ম্যাচ, ড্র ৬ ম্যাচ এবং ৯ ম্যাচ হেরেছে। তার অধীনে ২০২২ ট্রফি দেস চ্যাম্পিয়ন, ২০২২-২৩ মৌসুমের লিগ ওয়ান—এই দুই শিরোপা জিতেছে পিএসজি।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী