হোম > খেলা > ফুটবল

কাসেমিরোর গ্রেপ্তার চেয়ে বিদ্রুপের শিকার সাবেক ফুটবলার

বিপজ্জনক ফাউল করে লাল কার্ড দেখলেন কাসেমিরো। গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার ইউনাইটেড-ক্রিস্টাল প্যালেস ম্যাচে ঘটেছে এমন ঘটনা। এ ঘটনায় কাসেমিরোর গ্রেপ্তার চেয়েছেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড গ্যাব্রিয়েল অ্যাগবনলাহর। গ্রেপ্তার চেয়ে সামাজিক মাধ্যমে বিদ্রুপের শিকার হয়েছেন সাবেক এই ইংলিশ ফুটবলার।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ফাউল করেছিলেন কাসেমিরো। প্যালেসের উইল হিউজের গলা ধরে টান দিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। এরপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে লাল কার্ড দেখান রেফারি। কাসেমিরোর এই বিপজ্জনক ফাউল দেখে খেপেছেন অ্যাগবনলাহর। টকস্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে ইংল্যান্ডের সাবেক এই ফুটবলার বলেন, ‘কাসেমিরো ভেবেছিল, সে ইউএফসিতে ব্রক লেসনারকে ফিরিয়ে এনেছে। যেভাবে উইল হিউজের গলা চেপে ধরেছিল, তাতে তাকে গ্রেপ্তার করা উচিত। বাচ্চারা তো পরে দেখেছে যে কীভাবে কাসেমিরো প্রতিপক্ষ খেলোয়াড়ের গলা চেপে ধরেছিল।’

অ্যাগবনলাহরকে নিয়ে নেটিজেনরা বিদ্রুপ শুরু করে দেন। ক্যারি নামের একজন টুইট করেছেন, ‘গ্যাবিকে গ্রেপ্তার করা উচিত।’ জ্যাকি ডেটোনা টুইটারে মন্তব্য করেছেন, ‘এটা খুবই হাস্যকর।’ গ্রাহাম মার্ফি নামের একজন টুইটারে অবাক হওয়ার ইমোজি পাঠিয়েছেন।

গতকাল ওল্ড ট্রাফোর্ডে প্যালেসকে ২-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ইউনাইটেডের গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড। আর প্যালেসের হয়ে গোল করেছেন জেফ্রি স্ক্লাপ। এই জয়ে ২১ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এখন ৩ নম্বরে রেড ডেভিলরা। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ৫০। ইউনাইটেডের চেয়ে গানার্সরা এক ম্যাচ কম খেলেছে।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি