হোম > খেলা > ফুটবল

আলোচনায় মেসির নতুন চুক্তি, এবার গন্তব্য কোথায়

ক্রীড়া ডেস্ক    

মায়ামির সঙ্গেই চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

লিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই। চলতি বছর শেষে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টারের।

আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬। ফিট থাকলে এই বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএসে নাম লিখিয়েছেন। ২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এই চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হবে।

মায়ামির সূত্রে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেক দূর এগিয়েছে মায়ামি। দুই পক্ষের আলোচনা চলছে এবং ৩৭ বছর বয়সী সুপারস্টার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। যদিও শর্তাবলি চূড়ান্ত করার কাজ অব্যাহত রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে মেসি শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন বলে আশা করছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটি।

মায়ামির ব্যবস্থাপনা মালিক জর্জ মাসের নেতৃত্বেই মেসির সঙ্গে আলোচনা চলছে। এই সপ্তাহের শুরুতে এফডিপি রেডিও মায়ামিকে জর্জ মাস বলেছেন, ‘এটা (চুক্তি নবায়ন) কেবল তারই (মেসির) সিদ্ধান্ত। আমি আশা করছি, ৬০-৯০ দিনের মধ্যে সবকিছু নির্ধারিত হয়ে যাবে। সব সময়ই আমি আশাবাদী ছিলাম। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে যাতে মেসির খেলা দেখা যায়, সেই লক্ষ্যে আমরা সবকিছুই করছি। আশা করি এমনটা হবে।’

মায়ামিতে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই ৪৮ ম্যাচে ৪২ গোল করেছেন এবং ২১টি গোলে সহায়তা করেছেন। সামনে মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলবে। চলতি মাসের শেষদিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুবার হোয়াটিক্যাপসের।

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী