হোম > খেলা > ফুটবল

মেসির প্লে অফের স্বপ্ন শেষ আরেক আর্জেন্টাইনের গোলে

চোটের কারণে দুই সপ্তাহ মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এ সময় ইন্টার মায়ামি বেশ কিছু পয়েন্ট হারিয়ে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফ খেলার খাদের কিনারায় পৌঁছায়। ক্লাব সমর্থকেরা আশা করছিলেন আর্জেন্টাইন তারকা ফিরে বাঁচাবেন মায়ামিকে। 

সমর্থকদের সেই চাওয়া আজ পূরণ হয়নি। মেসি ফিরেছেন, তবে মায়ামিকে ফেরাতে পারেননি সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। আজ সিনসিনাটির কাছে ১–০ গোলে হেরে যাওয়ায় প্লে অফে খেলার স্বপ্ন শেষ হয়েছে মায়ামির। সিনসিনাটির হয়ে গোলটি করেছেন আলভারো ব্যারিয়াল। 

চোট থেকে ফেরায় স্বাভাবিকভাবে শুরুর একাদশে থাকার কথা ছিল না মেসির। ম্যাচেও তা-ই হয়েছে। প্রথমার্ধ বেঞ্চে কাটিয়ে বিরতির পর মাঠে নেমেছেন তিনি। কিন্তু নামলেও দলের হার এড়াতে পারেননি মায়ামির অধিনায়ক। ম্যাচের ৫৫ মিনিটে থমাস আভিলেসের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন জাদুকর। ম্যাচে তেমন কোনো প্রভাবই রাখতে পারেননি। তাঁর নিষ্প্রভের দিনে ৭৮ মিনিটে সুযোগ কাজে লাগায় সিনসিনাটির ব্যারিয়াল। দলের জয়সূচক গোলটি করেন তিনি। পরে মায়ামি গোল শোধ দিতে না পারলে আর্জেন্টাইন মিডফিল্ডারের সেই গোলেই মেসির প্লে অফ খেলার স্বপ্ন শেষ হয়। 

মেসিদের বাকি রয়েছে আর দুটি ম্যাচ। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেলেও প্লে অফ খেলার কোনো সুযোগ নেই। বর্তমানে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্টে ১৪ নম্বরে আছে মায়ামি। ক্লাবে যোগ দিয়ে মায়ামিকে প্লে অফ খেলার যে স্বপ্ন দেখাচ্ছিলেন মেসি, তা আজ শেষ করে দিলেন তাঁরই স্বদেশি ব্যারিয়াল।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা