হোম > খেলা > ফুটবল

৫০০ গোলের মাইলফলক অর্জন করে আনন্দিত রোনালদো

বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে গতকাল প্রথম হ্যাটট্রিক করলেন রোনালদো। তাতে লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক অর্জন করলেন। এই মাইলফলক অর্জনের অনুভূতি পর্তুগিজ এই ফরোয়ার্ডের কাছে বিশেষ কিছু।

কিং আবদুল আজিস স্টেডিয়ামে গতকাল সৌদি প্রো লিগে আল নাসরের প্রতিপক্ষ ছিল আল-ওয়েহদা। সৌদি প্রো লিগের এই ম্যাচটা যেন ছিল ক্রিস্টিয়ানো রোনালদো বনাম আল-ওয়েহদা। আল-ওয়েহদাকে ৪-০ গোলে হারিয়েছে আল নাসর, যেখানে ৪ গোলই করেছেন রোনালদো। ম্যাচের ২১ মিনিটে গোলের মুখ খোলেন রোনালদো। আব্দুর রহমান ঘারিবের পাস থেকে গোলকিপারের বাঁ পাশ দিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রোনালদো। তাতে পর্তুগিজ এই ফরোয়ার্ড লিগ পর্যায়ে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এরপর ৪০ মিনিটে সামি আল নাজেইয়ের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। আর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে আল নাসরের জার্সিতে করেন প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিকের ৮ মিনিট পর নিজের চতুর্থ গোল করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। 

৫০০ গোলের মাইলফলক অর্জনের অনুভূতি নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার লিখেছেন, ‘৪ গোল করে ৫০০তম লিগ গোলের মাইলফলক স্পর্শ করা আমার কাছে বিশেষ কিছু।’ 

লিগ ফুটবলে ৫০৩ গোল করে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। পাঁচটি ক্লাবের হয়ে এই গোল করেছেন তিনি। সবচেয়ে বেশি ৩১১ গোল করেছেন লা লিগায় রিয়াল মাদ্রিদের জার্সিতে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১০৩ গোল, জুভেন্টাসের হয়ে ৮১ গোল, আল নাসরের হয়ে ৫ গোল ও পর্তুগালের স্পোর্টিং সিপির হয়ে ৩ গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। লিগ ফুটবলে ৪৯৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর