হোম > খেলা > ফুটবল

মেসির কোচ হতে আগ্রহী মার্টিনো

ফিল নেভিল ছাঁটাই হওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল ইন্টার মিয়ামির কোচ হচ্ছেন টাটা মার্টিনো। গুঞ্জনটা যে এখনো সত্যি হয়েছে এমনটা অবশ্য নয়। তবে আরও জোরালো হয়েছে। 

গুঞ্জনটি অবশ্য নিজেই জোরালো করেছেন মার্টিনো। মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের সঙ্গে আলোচনা চলছে এমনটিই জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। গতকাল নিউওয়েল’স ওল্ড বয়েজ ও আর্জেন্টিনার কিংবদন্তিদের ম্যাচ শেষে কোচের আগ্রহের বিষয়টি জানিয়েছেন তিনি। মার্টিনো বলেছেন, ‘ইন্টার মিয়ামির সঙ্গে আলোচনা চলছে।’ ম্যাচটি ছিল আর্জেন্টিনার সাবেক ফুটবলার ম্যাক্সি রদ্রিগেজের নিউওয়েল’স বয়েজের হয়ে ২০০ তম ম্যাচের সঙ্গে বিদায়ী সম্মানার্থে। 

এর আগে গত এপ্রিলে এমএলএস নিয়ে নিজের আগ্রহের কথাও জানিয়েছেন মার্টিনো। তিনি বলেছিলেন, ‘এমএলএস আমার দুর্বলতা। লিগটি পছন্দ করি। এমএলএসে আমার ফেরার সম্ভাবনা সব সময় রয়েছে।’ 

কাতার বিশ্বকাপে শেষে গত ডিসেম্বরে মেক্সিকোর দায়িত্ব ছেড়েছেন মার্টিনো। এরপর থেকেই বেকার রয়েছেন তিনি। এবার মিয়ামির দায়িত্ব নিলে আবারও পুরোনো টুর্নামেন্টে ফিরবেন তিনি। সঙ্গে পুরোনো শিষ্যে লিওনেল মেসির সঙ্গেও দেখা হবে তাঁর। 

২০১৮ সালে আতালান্তা ইউনাইটেডকে মেজর লিগ সকার কাপ জিতিয়েছেন মার্টিনো। এবার মিয়ামির ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পেলে লক্ষ্যটা একই থাকবে। চ্যাম্পিয়ন হওয়ার মতো শিষ্যকেও পাবেন তিনি। মেসির সঙ্গে সার্জিও বুসকেতসকে পাবেন ৬০ বছর বয়সী কোচ। বার্সেলোনায় দুজনকেই কোচিং করিয়েছেন তিনি। কাতালান ক্লাবের বাইরে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে তো আর্জেন্টিনা জাতীয় দলেই কোচিং করিয়েছেন মার্টিনো।

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব

এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নশিপ লিগে যাত্রাবাড়ী