হোম > খেলা > ফুটবল

সালাহকে রাজপ্রাসাদে দাওয়াত করে আনলেন প্রিন্স উইলিয়াম!

মিশরীয় ফুটবলের নাম উঠতেই যাঁর ছবি সবার চোখে ভেসে ওঠে, তিনি মোহামেদ সালাহ। টানা কয়েক মৌসুম অবিশ্বাস্য খেল দেখিয়ে নিজেকে বর্তমান সেরাদের কাতারে নিয়ে এসেছেন লিভারপুলের এই তারকা স্ট্রাইকার।

এবার সালাহকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানালেন ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। রাজকীয় দম্পতির আয়োজিত আর্থশট এনভায়রনমেন্টাল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিতে সালাহকে দাওয়াত করেন তাঁরা।

লন্ডনের আলেকজান্দ্রা প্রাসাদে ‘রিভাইভ আওয়ার ওশান’ বিভাগের জন্য এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রিন্স উইলিয়াম ও কেটের সঙ্গে সৌজন্যমূলক আড্ডা দেন মিশরীয় ফুটবলের রাজা সালাহ। এ সময় সালাহর সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট রামি আব্বার।

সালাহ তাঁর বক্তব্যে বলেন, ‘মিশর সমুদ্র রক্ষায় সোচ্চার। আমি আমার দেশের মানুষকে সব সময়ই বার্তা দিয়ে থাকি, যদি পরিবেশ রক্ষা করা না যায়, তাহলে মহাসাগরে মাছের চেয়ে প্লাস্টিক বেশি থাকবে।’ সালাহর কথা শুনে করতালি দেন ফুটবলপ্রেমী প্রিন্স উইলিয়াম। 

অনুষ্ঠান থেকে ফেরার পর প্রিন্স উইলিয়াম ও তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লেখেন, ‘আর্থশট ইভেন্টে অংশ নেওয়া গর্বের বিষয়। আমি কেমব্রিজের ডিউক ও ডাচেসের কাছে কৃতজ্ঞ বিশ্বকে আরও উন্নত করতে তাঁদের প্রচেষ্টার জন্য এবং মহাসাগরকে পুনরুজ্জীবিত করতে প্রথম অনুষ্ঠানে বিজয়ীদের হাতে উপহার দিতে আমাকে আমন্ত্রণের জন্য। সবাইকে অভিনন্দন ও শুভকামনা।’

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক