ফ্রান্সে লিওনেল মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দেখা করেছেন ডেভিড বেকহামের ছেলে রোমিও বেকহাম। আর্জেন্টাইন মহাতারকা মেসির সঙ্গে রোমিওর দেখা হওয়া নিয়ে ডানা মেলেছে নতুন গুঞ্জন।
প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর মেসিকে নাকি কিনতে চায় বেকহামের ক্লাব এমএলএস। আর এই খবর সামনে আসার পরই ছড়িয়ে পড়ে রোমিওর সঙ্গে মেসির যৌথ ছবি। এই ছবি দিয়ে ভবিষ্যতে মেসি এমএলএস যাওয়ার বার্তা দিয়েছেন কি না সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
ইংলিশ কিংবদন্তি বেকহামের ছেলে রোমিও নিজেও খেলেন ইন্টার মিয়ামি ‘বি’ দলের হয়ে। একই দলে এবার মেসিকেও আনতে চান বেকহাম। বেকহামের কাছের মানুষ জর্জ মাসও মেসির মিয়ামিতে আসার সম্ভাবনার কথা বলেছেন। তিনি বলেন, ‘মেসি ও ডেভিডের মধ্যে ভালো সম্পর্ক আছে। যদি সে পিএসজি ছাড়ে, তবে তাকে আমরা ইন্টার মিয়ামির খেলোয়াড় হিসেবে দেখতে চাইব। আমরা চেষ্টা করব।’