হোম > খেলা > ফুটবল

সেমি থেকেই বিদায় নিলেন রোনালদোরা

আল নাসরের হয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সময় ভালো যাচ্ছে না। নিজে গোল পাচ্ছেন না, দলের পারফরম্যান্সও ভালো হচ্ছে না। আল-ইত্তিহাদের বিপক্ষে ৩-১ গোলে হেরে সৌদি সুপারকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিল আল নাসর।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল দ্রুতই এগিয়ে যায় আল-ইত্তিহাদ। ১৫ মিনিটে গোল করেন রোমারিনহো। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ব্যবধান দ্বিগুণ করে আল-ইত্তিহাদ। রোমারিওর অ্যাসিস্টে গোল করেন আবদেররাজ্জাক হামদাল্লাহ। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় আল-নাসর। ৬৭ মিনিটে গোল করেন আল-নাসরের মিডফিল্ডার তালিসকা। নির্ধারিত সময়ের অতিরিক্ত মিনিটে আল নাসরের বিপক্ষে তৃতীয় গোল করেন মুহান্নাদ আল-শানকিতি। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয়েই ফাইনাল নিশ্চিত করে আল-ইত্তিহাদ। 

আল-নাসরের হয়ে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন দুই ম্যাচ। দুই ম্যাচেই খেলেছেন পুরো ৯০ মিনিট। তবু গোলের মুখ দেখেননি। গোল না পেলেও সৌদি ক্লাবের হয়ে অভিষেকে জয়ের দেখা পেয়েছিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ২২ জানুয়ারি সৌদি প্রো লিগে ইত্তিফাককে ১-০ গোলে হারিয়েছিল আল-নাসর। 

এর আগে ১৯ জানুয়ারি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে খেলেছেন রোনালদো। আল হিলাল ও আল নাসরের সমন্বয়ে গড়া সৌদি অল স্টার একাদশের নেতৃত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে দীর্ঘদিন পর মাঠে লিওনেল মেসির মুখোমুখি হয়েছিলেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ড দুটি গোল করেছিলেন, যার একটি এসেছিল পেনাল্টিতে।

ফুটসালে বাংলাদেশের ছেলেদের প্রথম জয়

অল্পের জন্য রোনালদোর নামে গোলটা হলো না

বাফুফের হাতে বিশ্বকাপের ৩৩০ টিকিট, পাবেন কীভাবে

এবার সিলেটে খেলবেন হামজা-শমিতরা

পিছিয়ে থেকেও বাংলাদেশের স্বস্তির ড্র

বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে, বলছেন ফিফা সভাপতি

সাবিনার জোড়া গোলে ভারতকে হারাল বাংলাদেশ

২০২৬ ফুটবল বিশ্বকাপ দেখতে এক মাসে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন

সালাহকে কাঁদিয়ে ফাইনালে মানের সেনেগাল

শমিতকে ছেড়েই দিল তাঁর ক্লাব