হোম > খেলা > ফুটবল

সমর্থকের মৃত্যুতে আর্জেন্টিনায় ফুটবল ম্যাচ বাতিল

খেলার মাঠে তো কত ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খেলোয়াড়দের ওপর ভক্ত-সমর্থকদের অতর্কিত আক্রমণ, খেলোয়াড় ও ভক্তদের মৃত্যু—এমন ঘটনায় ম্যাচও বাতিল হয়ে যায়। গতকাল আর্জেন্টিনায় এক ভক্তের মৃত্যুতে খেলা বাতিল হয়ে যায়।

গতকাল বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনা প্রিমেইরা ডিভিশন ম্যাচে মুখোমুখি হয় রিভার প্লেট-ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া। স্টেডিয়ামের সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ড থেকে এক ভক্ত পড়ে ঘটনাস্থলে মারা গেছেন। রিভার প্লেট কর্মকর্তারা ভক্তের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন যে তদন্ত চলছে। পুলিশ, অগ্নিনির্বাপক বাহিনী আসার পর রেফারি ফার্নান্দে রাপালিনি ম্যাচ বাতিল ঘোষণা করেন। এক বিবৃতিতে রিভারপ্লেট ক্লাব বলেছে, ‘সিভোরি আলটা গ্রান্ডস্ট্যান্ডে ধারণক্ষমতার ৯০ শতাংশ দর্শক সেখানে ছিলেন। তিনি পড়ে যাওয়ার সময় তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। এটাও নিশ্চিত যে গ্যালারিতে কোনো সহিংস পরিস্থিতি ছিল না। মেডিক্যাল সেবা ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায়। একই সঙ্গে পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীও সেখানে গিয়েছিল।’ ভক্তের নাম পাবলো মার্সেলো সেরানো বলে পরে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আর্জেন্টাইন প্রিমেরা ডিভিশনে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রিভার প্লেট। ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে ক্লাবটি। আর সমান ম্যাচ খেলে ৩০ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে আছে ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন