হোম > খেলা > ফুটবল

ডাচ ডিফেন্ডারের গোলেই ম্যাচ হেরেছে আর্সেনাল

আর্সেনালকে হারানো একটু কঠিনই হয়ে পড়েছিল। কেউই পারছিল না আর্সেনালের জয়রথ থামাতে। অবশেষে গতকাল আর্সেনাল হার মেনেছে ম্যানচেস্টার সিটির কাছে। ইতিহাদে আর্সেনালকে ১-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। মিকেল আর্তেতার মতে, ডাচ ডিফেন্ডারের গোলই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।

ইতিহাদে গতকাল এফএ কাপের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। ম্যাচের একমাত্র গোল হয়েছিল ৬৪ মিনিটে। জ্যাক গ্রিয়ালিশের পাস প্রথমে রিসিভ করেছিলেন নাথান আকে। এরপর আলতো শটে আর্সেনাল গোলরক্ষক ম্যাট টার্নারকে বোকা বানিয়ে গোল করেন আকে। ১-০ গোলের জয়ে আর্সেনালকে বিদায় করে এফএ কাপের পঞ্চম রাউন্ডে পৌঁছে যায় সিটিজেনরা।

আকের এই গোল সত্ত্বেও আর্সেনাল বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে সেগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারেনি গানার্সরা। ম্যাচ শেষে হতাশ হয়ে আর্তেতা বলেন, ‘দুর্ভাগ্যবশত আজ আমরা পারিনি। আকের ডান পায়ের শট আমরা ঠেকাতে পারিনি। এমন পরিস্থিতিতে বেশি কিছু করারও থাকে না। শুধু তাই নয়, দ্বিতীয়ার্ধে আমরা বেশ সুযোগ পেয়েছিলাম। ৩ থেকে ৪টি গোলের সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু পারিনি।’

আগামী ১৬ ফেব্রুয়ারি এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ম্যান সিটি। এই ম্যাচে ভিন্ন গল্প লেখার আশা নিয়ে আর্তেতা বলেন, ‘আমরা এখানে জিততে এসেছিলাম। কিন্তু আমরা পারিনি। আশা করি পরের ম্যাচ পুরো ভিন্ন হবে।’

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা