খেলা দেখতে এসে পুলিশের লাঠিপেটা পড়বে পিঠে এমনটা হয়তো কল্পনাও করেননি আর্জেন্টিনার সমর্থকেরা। কিন্তু আজ মারাকানায় ব্রাজিল–আর্জেন্টিনার ম্যাচ দেখতে আসা আলবিসেলেস্তার সমর্থকেরা সেটারই সাক্ষী হলো। গ্যালারিতে তাঁদের ওপর লাঠিপেটা চালিয়েছেন পুলিশ।
পুলিশের লাঠিপেটা থামাতে গিয়ে ব্যর্থ হওয়ায় ম্যাচ শুরুর আগে সতীর্থদের নিয়ে মাঠ ছাড়েন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পরে পরিস্থিতি শান্ত হলে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নিকোলাস ওতামেন্দির গোলে ১–০ ব্যবধানের জয় পায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে কথা বলেছেন মেসি।
মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার খেলোয়াড়ের নামার আগেই সুপার ক্লাসিকোর উত্তাপ শুরু হয়ে যায়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় সংগীত গাওয়ার সময় আর্জেন্টিনার সমর্থকেরা দুয়ো দিলে তাঁদের মারতে শুরু করেন ব্রাজিলের সমর্থকেরা। গ্যালারিতে তখন শুরু হয় দাঙ্গা। আর দাঙ্গা থামাতে গিয়ে আর্জেন্টাইন সমর্থকদের ওপর লাঠিপেটা করেছেন পুলিশ।