হোম > খেলা > ফুটবল

মেসিকে দুয়োধ্বনি দেওয়ায় ক্ষিপ্ত পিএসজি কোচ 

কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই যেন ফ্রান্সের ‘চক্ষুশূলে’ পরিণত হয়েছেন লিওনেল মেসি। প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) গোল করলে অভিবাদন তো পাচ্ছেনই না। বরং পারফরম্যান্স খারাপ হলে উল্টো দুয়োধ্বনি শুনতে হয় মেসিকে। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দুয়োধ্বনি দেওয়ায় ক্ষিপ্ত পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। 

পার্ক দে প্রিন্সেসে গতকাল লিগ ওয়ানের ম্যাচে পিএসজির প্রতিপক্ষ ছিল লিওঁ। লিগ ওয়ানে যা ছিল মেসির ৫০তম ম্যাচ। মাইলফলকের এই ম্যাচ মেসি স্মরণীয় করে রাখতে পারেননি। লিওঁর কাছে ১-০ গোলে হেরে যায় প্যারিসিয়ানরা। ম্যাচ শেষে মেসির ওপর দুয়োধ্বনি তাই বেড়ে যায় বহুগুণ। গালতিয়ের বলেন, ‘লিও মেসিকে লক্ষ্য করে যে বাঁশি বাজানো হয়েছে, খুবই জঘন্য। লিও এমনই এক খেলোয়াড়, যে দলের জন্য সেরাটা দেয়। মৌসুমের শুরু থেকেই সে দারুণ খেলে আসছে কিন্তু বাকি খেলোয়াড়দেরও তো পারফর্ম করতে হবে।’ 

প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) লিওনেল মেসির খেলার দুই বছর হতে চলল। তবে এখনো নতুন চুক্তি হয়নি পিএসজির সঙ্গে। মেসির ভবিষ্যৎ নিয়ে তাই চলছে নানা রকম জল্পনা-কল্পনা। মেজর লিগ সকারে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে অনেক দিন। এ ছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলালও পেতে আগ্রহী। এমনকি সাবেক ক্লাব বার্সেলোনায় আর্জেন্টাইন তারকা ফুটবলারের ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে।

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে