সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে খেলোয়াড়দের খুনসুটির ঘটনা নতুন কিছু নয়। তবে জ্যাক গ্রিলিশ অবাক করার মতো ঘটনা ঘটিয়েছেন। ফোন দিয়ে এক খুদে ভক্তকে চমকে দিয়েছেন ইংল্যান্ডের এই উইঙ্গার।
পরশু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইংল্যান্ড-ইরান। এই ম্যাচে ৭১ মিনিটে রাহিম স্টার্লিংয়ের সাবস্টিটিউট হিসেবে নামেন গ্রিলিশ। ৯০ মিনিটে গোল করে ডানা মেলার মতো উদযাপন করেছিলেন যা উৎসর্গ করেছিলেন ১১ বছর বয়সী ফিনলে ফিশারকে। ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘এটা তোমার জন্য ফিনলে।’ সেলেব্রাল পালসিতে ভুগতে থাকা ফিশারকে গতকাল ফোন দিয়েছিলেন। ফিশার তখন বলে, ‘আমি তোমার গোল পছন্দ করেছি।’ গ্রিয়ালিশ এরপর মজা করে বলেন, ‘তুমি আমার উদযাপন বেশি পছন্দ করেছ।’
ইংল্যান্ডের জার্সিতে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলেছেন গ্রিলিশ। করেছেন ২ গোল আর অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। যেখানে বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছেন ইরানের বিপক্ষে।
ইরানের বিপক্ষে ৬-২ গোলে জিতে টুর্নামেন্ট শুরু করে ইংল্যান্ড। ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর ২৯ নভেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন গ্রিলিশরা।