হোম > খেলা > ফুটবল

মার্তিনেজের পর ঢাকায় আসতে পারেন রোনালদিনহো 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজকে কাছ থেকে পেয়েও দেখার সুযোগ হয়নি বাংলাদেশের মানুষের। গত মাসে অল্প সময়ের জন্য ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক। মার্তিনেজ দেখতে না পারার আক্ষেপ মিটে যেতে পারে বাংলাদেশের ফুটবল প্রেমীদের। এবার বাংলাদেশে আসার সম্ভাবনা জেগেছে আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদিনহোর।

আগামী মাসে পশ্চিমবঙ্গের মানুষ মেতে উঠবে দুর্গা পূজার উৎসবে। সেই উৎসব বাড়িয়ে তুলতে পূজার আগে কলকাতায় আসার কথা আছে বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহোর। সব ঠিক থাকলে পূজার আগে রোনালদিনহোর কলকাতায় আসার কথা নিশ্চিত করেছেন উদ্যোক্তা ও স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত।

শতদ্রুর উদ্যোগে এর আগে বাংলাদেশে এসেছেন মার্তিনেজ। রোনালদিনহোর কী সেই সুযোগ আছে? আজকের পত্রিকার এমন প্রশ্নের জবাবে শতদ্রু বললেন, ‘আমরা তাঁকে বাংলাদেশেও আনতে পারি। এরই মধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। পৃষ্ঠপোষক মিললে রোনালদিনহোর বাংলাদেশে আসার সুযোগ আছে।’

বিশ্ব ফুটবলের কিংবদন্তিদের ভারতে আনার ব্যাপারে শতদ্রুর সুনাম আছে। পেলে, ডিয়েগো ম্যারাডোনা, কাফুদের অতীতে কলকাতায় এনেছিলেন ৪৩ বছর বয়সী এই উদ্যোক্তা। সব ঠিক থাকলে ১৬,১৭ কিংবা ১৮ অক্টোবর রোনালদিনহোকে কলকাতায় আনতে চান শতদ্রু। পৃষ্ঠপোষক মিললে বার্সেলোনার হয়ে দুইবারের ব্যালন ডি’অর জয়ীকে ঢাকায় আনার ব্যাপারে বেশ আশাবাদী তিনি।

বীতশোক-ক্যাসপারদের লাতিন বাংলা সুপার কাপ দেখাবে না টিভিতে, দেখবেন কোথায়

মুলারদের বিপক্ষে প্রতিশোধ নিতে তর সইছে না মেসির

প্রবাসী ফুটবলারদের জাত চেনানোর মঞ্চ এই লাতিন বাংলা সুপার কাপ

বিশ্বের চোখ থাকবে যেখানে

বিশ্বকাপ খেলতে না পারলে মাঠে বসে খেলা দেখবেন মেসি

বয়কট থেকে সরে এসে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইরান

উন্নতমানের কোচ আনতে বাফুফেকে টাকা দেবে ক্রীড়া মন্ত্রণালয়

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনাসহ কারা কোন গ্রুপে পড়তে পারে, জানবেন কীভাবে

চোট নিয়ে সাড়ে তিন বছর পর নেইমারের হ্যাটট্রিক

জাদুকরি এমবাপ্পের প্রশংসায় পঞ্চমুখ কোচ, বার্সার আরও কাছে রিয়াল