হোম > খেলা > ফুটবল

‘আর্জেন্টিনাকে লজ্জিত করেছে মার্তিনেজ’

আর্জেন্টিনার শিরোপা জয়ের পর থেকেই খবরের শিরোনাম হচ্ছেন এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে নিয়ে আলাপ-আলোচনা অবিরাম  চলছেই। এবার স্কটল্যান্ডের গ্রায়েম সুনেস সমালোচনা করলেন মার্তিনেজকে নিয়ে। স্কটিশ কিংবদন্তির মতে, মার্তিনেজের কর্মকাণ্ডে পুরো আর্জেন্টিনা লজ্জিত হয়েছে। 

লুসাইলে গত রোববার ধ্রুপদী ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স।টাইব্রেকারে মার্তিনেজের নৈপুণ্যে ৩৬ বছর পর শিরোপার স্বাদ পায় আলবিসেলেস্তেরা। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা এই গোলরক্ষক জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিতেছেন। গোল্ডেন গ্লাভসের পুরষ্কার জেতার পর তা গোপানাঙ্গের কাছে ধরে উদযাপন করেন তিনি। 

মার্তিনেজের এই উদযাপন ‘বাড়াবাড়ি’ মনে হয়েছে সুনেসের কাছে। স্কটিশ কিংবদন্তি বলেন, ‘পেনাল্টি শ্যুটআউটের সময় থেকেই মার্তিনেজের আচরণ নিয়ে সমালোচনা চলছে। একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত মজা সহ্য করা যায়। কিন্তু টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পাওয়ার পর সে বাজে অঙ্গভঙ্গি দেখিয়েছে। অনেকে কি তার এই উদযাপনে মজার কিছু খুঁজে পাচ্ছে?  মার্তিনেজ নিজেকে ও তার দেশকে লজ্জিত করেছে।’     

এছাড়াও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নানাভাবে উপহাস করেছিলেন মার্তিনেজ।  দেশে ফেরার পর গত মঙ্গলবার ছাদখোলা বাসে বুয়েনস এইরেসে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপন করার সময় আর্জেন্টাইন  গোলরক্ষকের হাতে দেখা যায় একটি পুতুল । পুতুলটিতে কিলিয়ান এমবাপ্পের মুখোশ পরানো ছিল আর দিনটি ছিল ফরাসি তারকা ফুটবলারের ২৪তম জন্মদিন। মার্তিনেজের এই উদ্‌যাপনের ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। মার্তিনেজকে সবচেয়ে ঘৃণিত ফুটবলার বলেছিলেন ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামি।

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর

শীর্ষে থেকে বছর শেষ করল স্পেন, পয়েন্ট কমেছে বাংলাদেশের

রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নতুন বছরের দিকে তাকিয়ে বার্সা কোচ

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে