হোম > খেলা > ফুটবল

পেনাল্টির নিয়ম বদলানোয় ফরাসি গোলরক্ষকের খোঁচা

২০২২ ফুটবল বিশ্বকাপ থেকেই মূলত পেনাল্টির সময় গোলরক্ষকদের গতিবিধি আলোচনায় আসে। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) তাই পেনাল্টির নিয়ম বদলেছে। তবে পেনাল্টির নতুন নিয়ম নিয়ে খোঁচা দিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক মাইক মেইগনান। 

কাতার বিশ্বকাপের সময় গোলরক্ষকদের কারণে পেনাল্টি নিতে আসা ফুটবলাররা বেশ ঝামেলায় পড়েছিলেন। এ কারণে তাই পেনাল্টি গোলরক্ষকদের আচরণের ব্যাপারে নড়েচড়ে বসে আইএফবিএ। আইএফবিএ’র নতুন নিয়ম অনুযায়ী: গোলরক্ষককে অবশ্যই লাইনে থাকতে হবে। ফুটবলারের মনোযোগ নষ্ট করতে পারবেন না গোলরক্ষক। গোলরক্ষক সময় নষ্ট করতে পারবেন না। আইএফএবির নতুন নিয়ম তাই কার্যকর হবে ১ জুলাই থেকে। পেনাল্টির নিয়ম বদলানোর ব্যাপারটি পছন্দ হয়নি মাইগনানের। ফ্রান্সের গোলরক্ষক টুইট করেছেন, ‘আইএফএবির ২০২৬ এর পেনাল্টি নিয়ম অনুযায়ী গোলরক্ষকদের অবশ্যই পিঠ দিয়ে শট ঠেকাতে হবে। পেনাল্টি বাঁচানো হলে প্রতিপক্ষ পরোক্ষভাবে ফ্রিকিক পাবে।’ 

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপের সময় ছিলেন অন্যতম ‘হট টপিক’। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে যেন সবকিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন মার্তিনেজ। পেনাল্টি নেওয়ার সময় উত্ত্যক্ত করে ফ্রান্সের ফুটবলারদের মনোযোগ নষ্ট করেছিলেন তিনি। মার্তিনেজের নৈপুণ্যেই ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এরপর গোল্ডেন গ্লাভের পুরস্কার হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক।

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

বার্সেলোনাকে গার্ড অব অনার দিতে এমবাপ্পের বাধা

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা