হোম > খেলা > ফুটবল

মেসির অসাধারণ গোলে বেঁচে গেল মায়ামি

ক্রীড়া ডেস্ক    

দুর্দান্ত এক গোলে এবার দলকে বাঁচিয়েছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

আরও একটি হার চোখ রাঙাচ্ছিল ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি থাকলে সেই ম্যাচে চমক না থেকে কি পারে! শেষ মুহূর্তের জাদুকরী গোলে দলকে উদ্ধার করেছেন।গোলবন্যার ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করেছে তাঁর দল।

ইন্টান মায়ামি সবশেষ জয় পেয়েছে এ বছরের ৪ মে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে। ৪-১ গোলে জয়ের পর থেকে মায়ামি জিততেই ভুল গেছে। পরের টানা চার ম্যাচের চারটিতেই জয়হীন থেকে গেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) গতকাল মধ্যরাতে সুবারু পার্কে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে মায়ামি।

সুবারু পার্কে ম্যাচ শুরু হওয়ার দ্রুত সময়ের মধ্যেই এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ৭ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার কুইন সুলিভান। ৩৩ মিনিটে মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান মেসি। তবে ফিলাডেলফিয়া গোলরক্ষক অ্যান্ড্রু ভিনসেন্ট রিক সেই গোল প্রতিহত করেন। মেসির ব্যর্থতার পর তাড়াতাড়ি ব্যবধান বাড়িয়েছে ফিলাডেলফিয়া। ৪৪ মিনিটে দলটির স্ট্রাইকার তাই মারিবো গোল করেন। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ফিলাডেলফিয়া।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমাতে ইন্টার মায়ামির লেগেছে ১৪ মিনিট। ৬০ মিনিটে গোল করেন দলটির মিডফিল্ডার তাদিও আলেন্দে। ফিলাডেলফিয়ার ৩-১ করতেও এরপর বেশিক্ষণ লাগেনি। ৭৩ মিনিটে মারিবো করেন নিজের দ্বিতীয় গোল। ৩-১ গোলে পিছিয়ে থাকা মায়ামির কাছে হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। তখনই মেসির ম্যাজিক। ৮৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বক্সের কিছুটা বাইরে থেকে ফিলাডেলফিয়ার মানবদেয়াল এড়িয়ে বাঁ পাশের কোণা ঘেঁষে দারুণ এক শট নিয়েছেন মেসি। ফিলাডেলফিয়া গোলরক্ষক রিকেরও তাতে করার কিছু ছিল না।

মেসির গোলে ব্যবধান কমানোর পরই ইন্টার মায়ামি আরও চাঙা হয়ে ওঠে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে দলটির মিডফিল্ডার তেলাসকো সেগোভিয়া সমতাসূচক গোল করেন। এই গোলে ফিলাডেলফিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।

রোমাঞ্চকর ড্রয়ের পরও ইন্টার মায়ামির অবস্থান ভালো নয়। ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে ২৩ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবস্থান ৬ নম্বরে। এমএলএসে এখনো টানা চার ম্যাচে জয়হীন মেসি-সুয়ারেজদের দল। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩০। তারা খেলেছে ১৫ ম্যাচ।

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী