হোম > খেলা > ফুটবল

ফাইনালের একাদশেও আর্জেন্টিনা কোচের চমক

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন কী হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোর একাদশ এবং ফরমেশনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বরাবরই চমক রেখেছিলেন। ফাইনালেও সেই চমক ধরে রাখলেন। ফ্রান্সের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজিয়েছেন স্কালোনি। 

ফ্রান্সের গতিশীল আক্রমণের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণাত্মক খেলার কথাই বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে ৫-৩-২ ফরমেশনের সম্ভাবনার কথা বলা হয়েছে। সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা কোচ আবারও চমক দিলেন। আনহেল দি মারিয়াকে একাদশে যুক্ত করে ডিফেন্সিভ ও আক্রমণ দুই রূপে খেলার ফরমেশন করলেন। 

শিরোপার লড়াইয়ে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা ও নাহুয়েল মলিনা। মাঝমাঠ সামলাবেন দি মারিয়া, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ফরোয়ার্ড হিসেবে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

‘রিয়ালের বিপক্ষে শিরোপা মানেই দারুণ কিছু’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই