হোম > খেলা > ফুটবল

ফাইনালের একাদশেও আর্জেন্টিনা কোচের চমক

ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার ফরমেশন কী হবে তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বকাপের আগের ম্যাচগুলোর একাদশ এবং ফরমেশনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বরাবরই চমক রেখেছিলেন। ফাইনালেও সেই চমক ধরে রাখলেন। ফ্রান্সের বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে একাদশ সাজিয়েছেন স্কালোনি। 

ফ্রান্সের গতিশীল আক্রমণের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণাত্মক খেলার কথাই বেশি আলোচনা হয়েছে। বিশেষ করে ৫-৩-২ ফরমেশনের সম্ভাবনার কথা বলা হয়েছে। সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা কোচ আবারও চমক দিলেন। আনহেল দি মারিয়াকে একাদশে যুক্ত করে ডিফেন্সিভ ও আক্রমণ দুই রূপে খেলার ফরমেশন করলেন। 

শিরোপার লড়াইয়ে গোলপোস্টের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্তিনেজ। রক্ষণভাগের দায়িত্বে থাকবেন ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা ও নাহুয়েল মলিনা। মাঝমাঠ সামলাবেন দি মারিয়া, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আর ফরোয়ার্ড হিসেবে থাকবেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। 

আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনা, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক