হোম > খেলা > ফুটবল

মেসিকে না পেয়ে এমবাপ্পেকে ৩৬২৭ কোটি টাকার প্রস্তাব

লিওনেল মেসিকে দলে ভিড়াতে শেষ মিনিট পর্যন্ত লড়ে গেছে আল-হিলাল। শুরুতে তাঁকে ৪০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল সৌদি প্রো লিগের ক্লাবটি। পরে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার ইন্টার মিয়ামিতে যাওয়া ঠেকাতে রেকর্ড ১.৫ বিলিয়ন ডলারের প্রস্তাবের চুক্তি দেয়। তবে তাতেও মেসির যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাওয়া থামানো যায়নি। 

মরুর বুকে ফুটবলের ফুল ফোটাতে যখন সৌদি লিগের অন্য ক্লাবগুলো টাকার বস্তা নিয়ে ইউরোপ থেকে তারকাদের নিয়ে আসছে, তখন আল-হিলালই বা বসে থাকে কীভাবে! এবার ক্লাবটি রেকর্ড ৩০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৬২৭ কোটি ৪৭ লাখ টাকা) চুক্তির প্রস্তাব দিয়েছে মেসির সাবেক পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পেকে। প্রেস অ্যাসোসিয়েশনের (এপি) বরাতে আজ এমনটাই জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। এই প্রস্তাব গ্রহণ করলে এমবাপ্পে আল-হিলালের তো বটে সৌ প্রো লিগেরই সবচেয়ে দামি খেলোয়াড় হবেন তিনি। 

পিএসজির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি আছে এমবাপ্পের। তবে সাম্প্রতিক সময়ে ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে ২৪ বছর বয়সী তারকার সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না। পার্ক দে প্রিন্সেস ছাড়তে চাইছেন এমবাপ্পে। চুক্তির আরও এক বছর বাকি থাকলেও তিনি পিএসজিকে জানিয়ে দিয়েছেন, আগামী বছরের পর তাদের সঙ্গে আর চুক্তি নবায়ন করবেন না। এমনটা হলে ২০২৪ সালে ফ্রি এজেন্ট হয়ে যাবেন এমবাপ্পে। তার জন্য পিএসজি চায়, এই মৌসুমে ফরাসি অধিনায়ককে বিক্রি করে অন্তত কিছু টাকা কামিয়ে নিতে। দুই পক্ষের এমন মনোমালিন্যের জেরে, এমবাপ্পে পরের মৌসুমে প্যারিসে থাকবেন কিনা সেটিই নিয়েই জোর গুঞ্জন শুরু হয়েছে। এমনকি তিনি দলের সঙ্গে প্রাক মৌসুমে প্রস্তুতির জন্য জাপান সফরেও যাননি। 

এমবাপ্পের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি ফরোয়ার্ডেরও চাওয়া লস ব্লাঙ্কোসদের জার্সি পরে খেলার। এই স্বপ্ন অবশ্য তাঁর ছোটবেলা থেকে। তবে ২৪ বছর বয়সী তারকা এখন পড়েছেন বিশাল সংকটে। একদিকে তাঁকে ফ্রি এজেন্ট হওয়ার আগেই লাভের আশায় বিক্রি করে দিতে চাইছে পিএসজি। আরেকদিকে রিয়ালের মতিগতি বুঝিয়ে দিচ্ছে, তারা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলে ভিড়াবে। গত দুই-তিন মৌসুম ধরে স্প্যানিশ জায়ান্টরা যেভাবে এমবাপ্পেকে চেয়েছিল, এবার যেন সেই চাওয়ায় ভাটা পড়েছে। 

এমবাপ্পের সংকটে পড়াকেই যেন কাজে লাগাতে চাইছে আল-হিলাল। বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে তাঁকে। অবশ্য এমবাপ্পের পক্ষ থেকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। বিশ্ব ফুটবলের সেরা তারকাদের একজন তিনি। এত দ্রুতই কি ইউরোপ ফুটবল ছেড়ে সৌদির ‘বৃদ্ধাশ্রমে’ যাবেন! অবশ্য সেখানে আছে তাঁর আইডল ক্রিস্টিয়ানো রোনালদো ও স্বদেশি তারকা করিম বেনজেমা। কিন্তু তাদের ক্যারিয়ার সায়াহ্নে। 

তবে আল-হিলালে যদি না যান, এমবাপ্পে পিএসজিতে থাকবেন কিনা অনিশ্চিত। ক্লাবটির চেয়ারম্যান নাসের আল-খেলাইফির ‘স্ট্যান্স’ মোটেও পছন্দ হয়নি তাঁর। ২০১৭ সালে ১৬৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মোনাকো ছেড়ে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার