কোপা আমেরিকার ফাইনালে হারের প্রতিশোধ গত সপ্তাহে নিয়েছে কলম্বিয়া। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে লিওনেল মেসিহীন আর্জেন্টিনা। তাতে টানা ১২ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল আলবিসেলেস্তেরা। তবু ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা।
দুই মাস পর আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। ১৮৮৯.০২ পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে সবার ওপরে আছে আর্জেন্টিনা। তবে আগের চেয়ে ১২.৪৬ পয়েন্ট কমেছে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনা শীর্ষস্থান ধরে রাখলেও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৮৬ নম্বরে। যদিও পয়েন্ট বেড়েছে ০.০৪। দলটির পয়েন্ট ৮৯৬.৭১। সেপ্টেম্বরের শুরুতে ভুটান সফরে দুটি প্রীতি ম্যাচ খেলে একটি করে জিতেছে ও হেরেছে বাংলাদেশ। এই সফরেই ৮ বছর পর ভুটান সফরে হারল বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম ১৫ পর্যন্ত স্থান আগের মতোই অপরিবর্তিত রয়েছে। দুই, তিন, চার ও পাঁচে রয়েছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল। যেখানে ব্রাজিল হারিয়েছে ১৩.৫৯ পয়েন্ট। সেলেসাওদের পয়েন্ট এখন ১৭৭২.০২। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হারের রাতে ব্রাজিল হেরেছে প্যারাগুয়ের কাছে। ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট ১৮৫১.৯২, ১৮৩৬.৪২ ও ১৮১৭.২৮। শীর্ষ পাঁচে থাকা একমাত্র ইংল্যান্ডের পয়েন্ট বেড়েছে। জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ইংলিশদের যোগ হয়েছে ৫.০২ পয়েন্ট।