হোম > খেলা > ফুটবল

পেশাদার ফুটবলে আজই তাঁর শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পেশাদার ফুটবলে আজই শেষ ম্যাচ খেলবেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ছবি: সংগৃহীত

পেশাদার ফুটবলে তাঁর শুরুটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। সেই মোহামেডানের বিপক্ষে খেলেই আজ সব ধরনের ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নেবেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। গতকাল ব্রাদার্স ইউনিয়নের আঙিনায় জানালেন সংবাদমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে আজ ব্রাদার্সের মুখোমুখি হবে মোহামেডান। ম্যাচ শেষে শিরোপা নিয়ে উদ্‌যাপন করবে সাদা-কালোরা। এর ফাঁকে রানাকে দেওয়া হবে বিদায়ী সংবর্ধনাও।

রানা বলেন, ‘মাঠ থেকে অবসর নেওয়ার পরিকল্পনা সবারই থাকে। কেউ পারে, কেউ পারে না। আমার পরিকল্পনাই ছিল এ বছর অবসর নেওয়ার। ব্রাদার্সের হয়ে যেমন খেলছিলাম, আমি খুশি ছিলাম। তবে ক্লাব কর্তৃপক্ষ জানত আমার ভাবনা।’

২০০৩ থেকে ২০১৪ সাল সেনাবাহিনীতে খেলেন রানা। এরপর মোহামেডানে যোগ দেন তিনি। তবে থিতু হতে পারেননি এক মৌসুমের বেশি। চট্টগ্রাম আবাহনী ও সাইফ পাওয়ারটেকে এক মৌসুম কাটান এই গোলরক্ষক। তবে ২০১৮ থেকে শেখ রাসেল ক্রীড়াচক্রের গোলবার সামলান ২০২৩ পর্যন্ত। এরপর দ্বিতীয় দফায় ফিরে যান চট্টগ্রাম আবাহনীতে। এক মৌসুম কাটিয়ে ২০২৪ সালে ব্রাদার্সে যোগ দেন তিনি।

জাতীয় দলের হয়ে ৬ বছরে ২৫টি ম্যাচ খেলেন রানা, ‘জাতীয় দল থেকে ২০২৩ সালেই অবসর নিতে চেয়েছিলাম। কিন্তু তখন হাভিয়ের কাবরেরা (কোচ) আমার সঙ্গে একমত হননি।’

বিশ্বকাপে কোথায় হবে ফ্রান্স ও জার্মানির অনুশীলন ক্যাম্প

সালাহর সামনে আরেকটি সুযোগ, কেমন হলো আফকনের সেমিফাইনালের লাইনআপ

এই এল ক্লাসিকোই কি আলোনসোর ‘ফাইনাল’

মেসিকে নিয়ে আর্জেন্টিনা কোচের কণ্ঠে ‘পুরোনো সুর’

ফুরাল ২২ বছরের অপেক্ষা, মাটিতে পা রেখে শিরোপায় চোখ মরক্কোর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির শোক

বাবা হারানোর শোক ছাপিয়ে ফুটবলে আলো ছড়াচ্ছে ১৩ বছরের অনন্যা

বার্সার বিপক্ষে প্রতিশোধের ফাইনালে কি খেলছেন এমবাপ্পে

মোহামেডানের ‘আতা ভাই’ আর নেই

কোয়ার্টার ফাইনালে মিসরকে পেল আইভরি কোস্ট, চূড়ান্ত লাইনআপটা কী