হোম > খেলা > ফুটবল

পরের বিশ্বকাপ তাড়াতাড়ি জিতবে আর্জেন্টিনা, মেসির আশা 

কাতার বিশ্বকাপ জয়ের তিন মাস পর খেলেছে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা। লিওনেল মেসি দ্রুতই আর্জেন্টিনার ক্যাবিনেটে আরও একটি শিরোপার আশা করছেন।

মনুমেন্তাল স্টেডিয়ামে আজ পানামার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য। শেষ ১৩ মিনিটে দুই গোল করে আর্জেন্টিনা। ৭৮ মিনিটে থিয়াগো আলমাদা এবং ৮৯ মিনিটে গোল করেন মেসি। ম্যাচ শেষে বিশ্বকাপের রেপ্লিকা নিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনার শিরোপাজয়ের কথা মনে করিয়ে দিয়েছেন। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘এই ট্রফি জিততে অনেক সময় লেগেছে। পরেরটা কবে জিতব জানি না। অনেক বছর লাগবে না আশা করি।’

ক্লাব ফুটবলের অগুনতি শিরোপা থাকলেও আর্জেন্টিনার জার্সিতে মেসির শিরোপার অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ২০২১ থেকে মেসির এই অপূর্ণতাও ঘুচতে শুরু করে। আর্জেন্টিনার হয়ে একের পর এক শিরোপা জয় করতে থাকেন তিনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ—গত দেড় বছরে তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। আর্জেন্টিনায় দর্শকদের সামনে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘যে ভালোবাসা আপনারা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। এই মুহূর্তটার স্বপ্ন আমি সব সময় দেখেছি। আর্জেন্টিনায় ফিরে দর্শকদের সঙ্গে উদ্‌যাপন করা, কোপা আমেরিকা, ফিনালিসিমা আর সবচেয়ে বড় অর্জন এই বিশ্বকাপ সবার সামনে তুলে ধরা।’

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন