হোম > খেলা > ফুটবল

ফাইনালে মেসির খেলার ব্যাপারে এখনো অনিশ্চিত কোচ 

চোটে পড়ে লিওনেল মেসিকে ম্যাচ মিস করতে খুব কমই দেখা যায়। কোনো ম্যাচের আগে নিজের ফিটনেস নিয়ে মেসি যতটা সচেতন, তার চেয়ে বেশি সচেতন থাকেন দলের কোচ। এবার ইউএস ওপেন কাপের ফাইনালের আগে ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো একটু চিন্তিত। 

মেসির কাছে এ বছর সময়টা কাটছে অম্লমধুর। মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছেন তিনি। তবে মাঠের বাইরের বেশ কিছু ঘটনা তার ওপর কিছুটা হলেও প্রভাব ফেলছে, যার মধ্যে রয়েছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। এ কারণে তিনি চলে এসেছেন ইন্টার মায়ামিতে। কয়েক মাস ভালো খেলার পর এ মাস থেকে শুরু হয়েছে চোটের সমস্যা। মাংসপেশির চোটে পড়ে মেজর লিগ সকারের (এমএলএস) তিনটি ম্যাচ খেলতে পারেননি। এমনকি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের এক ম্যাচও মিস করেন তিনি। 

মেসি যেসব ম্যাচ খেলেননি, তার মধ্যে একটিতে বাজেভাবে হেরেছে মায়ামি। আর পরশু ডি আর ভি পিএনকে স্টেডিয়ামে ইউএস ওপেন কাপ ফাইনালে ইন্টার মায়ামির প্রতিপক্ষ হাউস্টন ডায়নামো এফসি। মায়ামির সামনে যখন আরও এক শিরোপা জয়ের হাতছানি, তখন কোচ মার্টিনোর চিন্তা থাকাটাই স্বাভাবিক, যেখানে মেসি জাদুতে এবার লিগস কাপ জিতেছে মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে মেজর কোনো শিরোপা। ফাইনালের আগে সাংবাদিকদের মায়ামি কোচ বলেন, ‘তার (মেসি) খেলার সম্ভাবনা নিয়ে বলা বেশ কঠিন, কারণ দিনের পর দিন এটা আমাদের দেখতে হচ্ছে। যেটা আমি সব সময় বলি, আগে তার কথা শুনব ও দেখব যে সে কেমন আছে। এরপর ঝুঁকি নেব কি না, তা ভেবে দেখছি। এটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। আর ভুল যেন না হয়, তাই যথেষ্ট সময় নিচ্ছি।’ 

মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ গোল করেছেন মেসি ও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। প্রতিপক্ষকে বোকা বানিয়ে জাদুকরী ফ্রিকিকে একের পর এক গোল করে যাচ্ছেন তিনি। হাউস্টন ডায়নামোর কোচ বেন ওলসেনও ভাবছেন মেসিকে নিয়ে। গত সপ্তাহে ইএসপিএনকে ওলসেন বলেন, ‘তাকে (মেসি) থামানোর কোনো পরিকল্পনা থাকলেও আমি আপনাকে বলব না। সেটা আমি বেশি প্রচার করতে চাই না।’

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা