হোম > খেলা > ফুটবল

৩২ মিনিট খেলেই মৌসুম শেষ চেলসির ৭৩৫ কোটি মূল্যের মিডফিল্ডারের

চেলসির মালিকানা পাওয়ার পর গত দুই মৌসুমে স্টামফোর্ড ব্রিজে তারকার হাট বসিয়েছেন মার্কিন ধনকুবের টড বোহেলি। ২০২২-২৩ মৌসুমে এনজো ফার্নান্দেজ-মিখাইলো মুদরিকের মতো তারকাদের কিনে খরচের রেকর্ড গড়েছিল ব্লুজরা। সেই খরচ চোখ কপালে তুলে দেওয়ার মতন—৬১১.৪৯ মিলিয়ন ইউরো!

২০২৩-২৪ মৌসুম শুরুতেও বিপুল অঙ্কের অর্থ খরচ করেছে চেলসি। মইসেস কাইসেদো, ক্রিস্টোফার এনকুকু, কোল পালমার, রোমিও লাভিয়া-সহ আরও বেশ কয়েকজন তারকা কিনেছে তারা। মোট খরচ—৪৬৭.৮০ মিলিয়ন ইউরো! তার মধ্যে সাউদাম্পটন থেকে বেলজিয়ান মিডফিল্ডার লাভিয়াকে কিনতে ব্লুজদের পকেট থেকে গেছে ৬২ মিলিয়ন ইউরো (৭৩৪ কোটি ২৪ লাখ ৩২ হাজার টাকা)। সঙ্গে আরও শর্তভিত্তিক চুক্তির বিষয় তো আছেই।

কিন্তু ২০ বছর বয়সী এই তারকার পুরো মৌসুম কেটেছে বেঞ্চে বসে। খেলতে পেরেছেন মাত্র ৩২ মিনিট। আর তাতেই শেষ লাভিয়ার পুরো মৌসুম। ঊরুর চোটে পড়ে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন তিনি। গতকাল এমনটাই জানিয়েছে ব্লুজরা।

গত বছরের আগস্টে ৭ বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেন লাভিয়া। ব্লুজদের হয়ে প্রিমিয়ার লিগে তাঁর অভিষেক হয় গত ডিসেম্বরে, লন্ডন প্রতিদ্বন্দ্বী ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচটিতে চেলসির ২-১ গোলে জয়ে ম্যাচে চেলসির শেষ ৩২ মিনিটই হয়ে থাকল এ মৌসুমে লাভিয়ার শেষ খেলা। এই ম্যাচেই ঊরুতে চোট পান তিনি।

লাভিয়ার ছিটকে যাওয়া নিয়ে চেলসি এক বিবৃতিতে বলেছে, ‘সুস্থ হয়ে ফিরতে না পারায় মিডফিল্ডার রোমিও লাভিয়া দুর্ভাগ্যবশত আমাদের ২০২৩-২৪ মৌসুম মিস করছেন।’

প্রাথমিকভাবে ৬২ মিলিয়ন ইউরোতে সাউদাম্পটন থেকে প্রাক-মৌসুমের সময় চেলসির সঙ্গে চুক্তি করেন লাভিয়া। তবে গোড়ালিতে চোট থাকায় মৌসুমের শুরুতে মাঠে নামতে পারেননি।

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর

সালাহর শেষ মুহূর্তের গোলে জিম্বাবুয়েকে হারাল মিসর