হোম > খেলা > ফুটবল

কোচ দেখালেন টিকার ভুয়া সনদ, খেলোয়াড় চান না টিকা নিতে! 

ভেরদার ব্রেমেনের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত মৌসুমে বুন্দেসলিগা থেকে অবনমিত হয়েছে জার্মান ক্লাবটি। দ্বিতীয় স্তরে নেমে গিয়েও একই দশা। আছে পয়েন্ট তালিকার ৮ নম্বরে। 

এ পরিস্থিতির মাঝেই বিশাল ধাক্কা খেল ব্রেমেন। করোনা টিকার ভুয়া সনদ দেখানোর অভিযোগে সরে যেতে হলো ক্লাবটির হেড কোচ মার্কাস আনফাং ও তাঁর সহকারী ফ্লোরিয়ান ইয়োংকে। দুজনের বিরুদ্ধে বেশ আগে থেকেই তদন্ত চলছিল। জার্মানির রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রেমেনের দুই কোচের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেন। 

জার্মান ফুটবলে কদিন ধরে করোনার টিকা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বায়ার্ন মিউনিখের তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার জোশুয়া কিমিচ টিকা নিতে তাঁর অনাগ্রহের সিদ্ধান্ত জানিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলেন। টিকার দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। 

 ৪৭ বছর বয়সী আনফাং অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে গতকাল বলেছিলেন, তিনি কোনো ভুল করেননি এবং সরকার অনুমোদিত টিকা কেন্দ্র থেকেই দুই ডোজ টিকা নিয়েছেন। একটি ফার্মেসি তাঁর সনদ বদলিয়েছে বলে দাবি তাঁর। 

পরদিনই ক্লাবের দেওয়া বিবৃতিতে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই জার্মান কোচ, ‘ক্লাব, দল ও পরিবারের ওপর চাপের কারণে ভেরদার ব্রেমেনের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করছি আমি।’ আনফাং ও তাঁর সহকারীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন কোচ খোঁজার কথাও বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি